বাঁচা-মরার লড়াইয়ে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
সত্যবাণী
ক্রিকেট বিশ্বকাপ: চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে আজ কঠিন এক পরীক্ষার মুখোমুখি বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। দুই দলই প্রথম দুই ম্যাচ হেরে কোণঠাসা অবস্থায়। শুক্রবারের (২৯ অক্টোবর) ম্যাচে যে দল হারবে, তাদের বিদায় নিশ্চিত হয়ে যাবে।এমন সমীকরণ সামনে নিয়ে শারজায় এদিন গ্রুপ ওয়ানের বাঁচা-মরার লড়াইয়ে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।সুপার টুয়েলভপর্বে বাংলাদেশ নিজেদের প্রথম দুই ম্যাচ হেরেছে শ্রীলঙ্কা আর ইংল্যান্ডের কাছে। ওয়েস্ট ইন্ডিজেরও একই অবস্থা। প্রথম ম্যাচে ইংল্যান্ড, আর পরের ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ায় শঙ্কায় বিশ্বচ্যাম্পিয়নরা।এদিকে, মুখোমুখি দেখায় ক্যারিবিয়ানদের চেয়ে কিন্তু খুব পিছিয়ে নেই টাইগাররা। ১২ ম্যাচে উইন্ডিজের ৬ জয়ের বিপরীতে বাংলাদেশ জয় ৫টিতে।
বাংলাদেশ একাদশ: নাঈম শেখ, লিটন দাস (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসাইন, সৌম্য সরকার, শেখ মাহেদী হাসান, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: এভিন লুইস, ক্রিস গেইল, রোস্টন চেইজ, নিকোলাস পুরান (উইকেটরক্ষক), কাইরন পোলার্ড (অধিনায়ক), আন্দ্রে রাসেল, শিমরন হেটমায়ার, ডোয়াইন ব্রাভো, জেসন হোল্ডার, আকিল হোসেইন, রবি রামপল।