বাংলাদেশকে ২০ লাখ ডোজ টিকা উপহার দেবে ফ্রান্স

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ বাংলাদেশকে ২০ লাখ ডোজ করোনার টিকা উপহার দেওয়ার ঘোষণা দিয়েছে ফ্রান্স। বুধবার (১০ নভেম্বর) ভোরে গণমাধ্যমকে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী।তিনি জানান, মঙ্গলবার (৯ নভেম্বর) সন্ধ্যায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফরাসি প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রো এবং দেশটির প্রধানমন্ত্রী জিন কাস্টেক্সের সঙ্গে দেখা করার পর এই ঘোষণা দেয় ফ্রান্স।উল্লেখ্য, মঙ্গলবার সকালে লন্ডন থেকে প্যারিসে পৌঁছান প্রধানমন্ত্রী। দীর্ঘ ২২ বছর পর বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রীর ফ্রান্সে এটিই দ্বিপক্ষীয় সফর। এই সফরের প্রথম দিনে ভূরাজনীতি ও ইন্দো-প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা ইস্যুতে আলোচনা হয়েছে।ফ্রান্সের প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রো দফতর সূত্রে জানা যায়, সবার জন্য সমৃদ্ধির লক্ষ্যে এবং আন্তর্জাতিক আইনের ভিত্তিতে উন্মুক্ত, অবাধ, নিরাপদ ও অংশগ্রহণমূলক ইন্দো-প্যাসিফিক অঞ্চলের বিষয়ে ফ্রান্স ও বাংলাদেশের লক্ষ্য অভিন্ন।এছাড়াও, প্রতিরক্ষা খাতে সহযোগিতার বিষয়ে একটি আগ্রহপত্র সই করেছে বাংলাদেশ ও ফ্রান্স। মঙ্গলবার রাতে প্যারিসে দুই দেশের শীর্ষ বৈঠকে ওই আগ্রহপত্র সই হয়।

You might also like