বাংলাদেশের গণহত্যা স্বীকৃতি আদায়ের লক্ষ্যে জেনেভায় আন্তর্জাতিক সম্মেলন
নিউজডেস্ক
সত্যবাণী
সুইজারল্যান্ড: ১৯৭১ সালে সংগঠিত পাকিস্তানী হানাদার বাহিনীর নৃশংষ গনহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের লক্ষ্যে আসছে আগামী ৩০শে সেপ্টেম্বর’ ২০২১ রোজ বৃহস্পতিবার অপরাহ্ন ১২.৩০ ঘটিকা থেকে ১৭.০০ অবধি সুইজারল্যান্ডের জেনেভা শহরে ইউরোপীয় বাংলাদেশ ফোরাম এর উদ্যোগে সমাবেশ, আলোচনা সভা ও “গনহত্যা -১৯৭১” শীর্ষক এক চলচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।জেনেভায় জাতিসঙ্গের সামনে সমাবেশে ও নিকটবর্তী জেনেভা প্রেস ক্লাবে আয়োজীত অনুষ্ঠানে ইউরোপের বিভিন্ন দেশের বর্তমান ও প্রাক্তন এমপি,প্রাক্তন ও বর্তমান ইউরো এমপি সহ ইউরোপীয় সমাজের বুদ্ধিজীবি সহ ইউরোপীয় বাংলাদেশ ফোরামএর নেতৃবৃন্দ ও বাংলাদেশ থেকে আগত মুক্তিযুদ্ধে গনহত্যার শিকার পরিবারের সদস্য বৃন্দ।