বাংলাদেশের প্রতি ভারত বন্ধুত্বের হাত আরো প্রসারিত করেছে-এমপি মানিক

শামীম আহমদ তালুকদার
সত্যবাণী

সুনামগঞ্জ থেকেঃ সুনামগঞ্জ (৫) ছাতক-দোয়ারাবাজার নির্বাচনী এলাকার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, মুক্তিযুদ্ধ সহ ভারতের সাথে বাংলাদেশের বন্ধুত্বপূর্ন সম্পর্ক অতি প্রাচিন। বিজয়ের মাসে এ লাইফ সাপোর্ট এম্বুলেন্স উপহার দিয়ে ভারত সরকার বাংলাদেশের প্রতি তার বন্ধুত্বের হাত আরো প্রসারিত করেছে। ভারত সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি আরো বলেন, মহান মুক্তিযুদ্ধের মতো মহামারী করোনাকালেও প্রথম ভ্যাকসিন দিয়ে বাংলাদেশের মানুষকে সহায়তা করেছিল ভারত। শনিবার ছাতক হাসপাতালে ভারত সরকার কর্তৃক প্রদেয় লাইফ সাপোর্ট এম্বুলেন্স হস্তান্তর উপলক্ষে ছাতক হাসপাতাল কতৃক আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিশেষ অতিথির বক্তব্যে, বাংলাদেশে নিয়োজিত ভারতের ডেপুটি হাই কমিশনার নিরাজ কুমার জায়সওয়াল  বলেন, মূমুর্ষ রোগীদের চিকিৎসাসেবা প্রদানে লাইফ সাপোর্ট এম্বুলেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে পারবে। এ লাইফ সাপোর্ট এম্বুলেন্সটির সঠিক ব্যবহার ও পরিচর্যার মাধ্যমে এটিকে দীর্ঘদিন সচল রাখা সম্ভব।

উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ রাজীব চক্রবর্ত্তীর সভাপতিত্বে এবং ডাঃ তোফায়েল আহমদ সনি ও হাসপাতালের প্রধান সহকারী আমিরুল ইসলামের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত এ¤ু^লেন্স হস্তান্তর অনুষ্ঠানে বক্তব্য রাখেন, স্বাস্থ্য বিভাগ সিলেটের পরিচালক ডাঃ হিমাংশু লাল রায়, সুনামগঞ্জের সিভিল সার্জন ডাঃ সামছুদ্দিন আহমদ, অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা) তামিম ইয়ামিন, ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান, এএসপি ছাতক সার্কেল বিল্লাল হোসেন প্রমুখ।এর আগে স্থানীয় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক এর নিকট এম্বুলেন্স এর চাবি হস্তান্তর করেন ভারতীয় ডেপুটি হাই কমিশনার নিরাজ কুমার জায়সওয়াল।

You might also like