বাংলাদেশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ছয় মার্কিন কংগ্রেসম্যানের দেওয়া মিথ্যা তথ্যবহুল চিঠি প্রত্যাহারের দাবি

নিউজ ডেস্ক
সত্যবাণী

যুক্তরাষ্ট্র: বাংলাদেশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ছয় মার্কিন কংগ্রেসম্যানের চিঠির তথ্য মিথ্যা এবং বাস্তবতাবিবর্জিত বলে মন্তব্য করে তা প্রত্যাখ্যান এবং ওই চিঠি প্রত্যাহারের দাবী জানিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে পাল্টা আবেদন করেছেন দেশটিতে বসবাসরত ১৯২ জন বাংলাদেশি আমেরিকান নাগরিক। তাদের দাবী ছয় মার্কিন কংগ্রেসম্যানের চিঠিতে জামায়াত-বিএনপি জোট সরকারের সময়কালীন সংখ্যালঘু নির্যাতন,জঙ্গিবাদ ও অপরাধমূলক কোন তথ্য না থাকায় তা পক্ষপাতদুস্ট ও গ্রহনযোগ্য নয়। তাই ঐ আবেদন প্রত্যাহার চেয়ে ওই ছয় মার্কিন কংগ্রেসম্যানের কাছেও চিঠি দেন বিশিস্ট নাগরিকরা।শেখ হাসিনা ক্ষমতায় আসার পর বাংলাদেশে হিন্দু জনগোষ্ঠির সংখ্যা অর্ধেক হয়ে গেছে- এমন বক্তব্য অসত্য, ভিত্তিহীন এবং প্রকৃত সত্য আড়াল করার চেষ্টা বলে মার্কিন প্রেসিডেন্টের দৃষ্টি আকর্ষণ করে এক বিবৃতি দিয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী ১৯২ বাংলাদেশি। এমনকি শেখ হাসিনা সরকারের মেয়াদে বাংলাদেশে খ্রিস্টান ধর্মাবলম্বীর সংখ্যা কমে যাওয়ার দাবিকেও অসত্য বরে দাবি করেন প্রবাসী বাংলাদেশিরা।

গেলো ১৭মে ২০২৩ ছয় মার্কিন কনগ্রেসম্যান প্রেসিডেন্টে জো বাইডেনের কাছে লেখা চিঠিতে এসব দাবি করেন। প্রবাসী মার্কিন প্রবাসী বাংলাদেশিরা কনগ্রেসম্যানদের প্রতি আহ্বান জানান- তাদের অসত্য বক্তব্য প্রত্যাহের জন্য। এই ধরণের অসত্য বক্তব্য প্রত্যাহার না করা হলে কনগ্রেসম্যানদের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠার সুযোগ আছে বলেও মনে করেন তারা। এছাড়া তারা মনে করেন বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের হেয় করার চেষ্টা।এই চিঠিতে বাংলাদেশের সংখ্যালঘুর সংখ্যা কমে আসার তথ্যকে সম্পূর্ন মিথ্যা, অতিরঞ্জন ও একপেষে উল্লেখ করে তা প্রত্যাহারের জন্য প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে লিখত দাবী জানিয়েছেন দেশটির বাংলাদেশী আমেরিকান নাগরিকরা।তারা বলছেন লবিস্ট দ্বারা প্রবাভিত হয়ে ইতিহাস বিকৃত করে পরিসংখ্যান বিহীন, বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন ঐ কংগ্রেসম্যানরা।যুক্তরাষ্ট্রে বসবাসরত ১৯২ বাংলাদেশি তাদের দেয়া বিবৃতিতে বলেন – ২০০১ সালের অক্টোবরে জাতীয় নির্বাচনে জিতার পর বিএনপি জামায়াতের লোকজন বাংলাদেশি সংখ্যারঘুদের ওপর যে নির্যাতন চালায়, দেশান্তরে বাধ্য করে সেই তথ্য গোপন করেছেন কনগ্রেসম্যানরা।

বাংলাদেশের হিন্দু বৌদ্ধ এবং খ্রিস্টান ধর্মীয় নেতারাও কনগ্রেসম্যানদের বক্তব্য প্রত্যাখ্যান করেছে জানিয়ে বিবৃতিদাতারা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাডভোকেট রানা দাশগুপ্তকে উদ্ধৃত করে বলছেন- একটি সুবিধাবিদী গোষ্ঠি ২০২৪ সালের নির্বাচন জেতার জন্য মার্কিন আইন প্রণেতাদের ভুল বুঝিয়েছে। খ্রিস্টান ধর্মগুরু প্যাট্রিক ডি রোজারিও কনগ্রেসম্যানদের বক্তব্যের সঙ্গে একমত নন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। প্রেসিডেন্ট জো বাইডেনের দৃষ্টি আকর্ষণ করে পাঠানো বিবৃতিতে তারা বাংলাদেশের জন শুমারির তথ্য অনুযায়ী সংখ্যালঘু ধর্মাবলম্বীদের তালিকা তুলে ধরেন। সে অনুযায়ী ২০২১-২২ জন শুমারি অনুযায়ী হিন্দু জনগোষ্ঠি ৬ দশমিক ৭ শতাংশ বেড়েছে, যেটা ১৯৯১ সালের পর এখন পর্যন্ত সবোর্চ্চ। এছাড়া ১৯৬১ সালের পর থেকে সব জনশুমারিতেই হিন্দু জনগোষ্ঠির সংখ্যা বৃদ্ধি পাওয়ার কথা বলা হয় বিবৃতিতে। ফলে শেখ হাসিনা সরকারের সময় হিন্দু জনগোষ্ঠির সংখ্যা কমে যাওয়া মোটেই ঠিক নয় বলে দাবি করেন মার্কিন যুক্তরাষ্ট্রে থাকা বাংলাদেশিরা। তবে তারা বলেন, ভারত ভাগের পর থেকেই হিন্দু জনগোষ্ঠির সংখ্যা কিছুটা কমেছে। এটির কারণ অনুসন্ধান করে যথাযথ ব্যবস্থার উদ্যোগ না নিয়ে এ ধরণের ঢালাও মন্তব্য সংখ্যালঘু মানুষের দুর্দশা বাড়াবে বলে মনে করেন তারা।২০০১ সালের অক্টোবরের নির্বাচনে বিএনপি জামায়াত জোট ক্ষমতায় আসার পর ধর্মীয় সংখ্যালঘুদের ওপর অবর্ননীয় নির্যাতন হয়। তাদের বাড়িঘরে আগুন দেয়া, বাস্তুচ্যুত করার মতো ঘটনা ঘটে। ২০১৩ সালে হেফাজতে ইসলামের কর্মীরা গণমাধ্যমকর্মীকে নির্যাতন করে। ২০১৬ সালের তাদের মদদে হলিআর্টিসান রেস্তোঁরায় হামলার ঘটনা ঘটে। হেফাতজসহ অন্য প্রতিক্রিয়াশীল গোষ্ঠি হিন্দুদের ওপর নানা নির্যাতন করার চেষ্টা করে।বিবৃতিদাতারা বলেন এসব থেকে ধর্মীয় সংখ্যালঘুদের রক্ষার জন্য বাংলাদেশের মানুষ কাজ করে আসছে।কাজেই কনগ্রেসম্যানরা যেন তাদের একপেশে এবং পক্ষপাতমূলক অসত্য বিবৃতি প্রত্যাহার করেন সে ব্যাপারে অনুরোধ করেন তারা। বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তার জন্যই এই বক্তব্য প্রত্যাহার করা একান্ত প্রয়োজন বলে মনে করেন তারা।

নিম্নে উল্লেখিত বিশিষ্ট মার্কিন-আমেরিকান নাগরিকবৃন্দ মার্কিন কংগ্রেসম্যানদের দেওয়া চিঠি প্রত্যাহারের দাবি জানিয়েছেনঃ

ডঃ নুরন নবী, কাউন্সিলম্যান, নিউজার্সি

এবিএম নাসির, অধ্যাপক, নর্থ ক্যারোলিনা

আবু আহমেদ মুসা, কাউন্সিলম্যান, মিশিগান

রানা হাসান মাহমুদ, প্রকৌশলী, ক্যালিফোর্নিয়া

ডাঃ জিয়াউদ্দিন আহমেদ, অধ্যাপক, পেনসিলভেনিয়া

স্বীকৃতি বড়ুয়া, আইটি প্রকৌশলী, নিউইয়র্ক

আবুল খান, স্টেট রেপ্রেজেন্টেটিভ, নিউ হেম্পসায়ার

মাহবুবুল তয়ুব আলম, মেয়র, মিলবোর্ন, পেনসিলভেনিয়া

মোঃ নুরুল হাসান, কাউন্সিলম্যান, মিলবোর্ন, পেনসিলভেনিয়া

ডঃ সুফিয়ান এ খন্দকার, বিজ্ঞানী

ডঃ আশরাফ আহমেদ, বিজ্ঞানী ও লেখক

ডঃ জোতি প্রকাশ দত্ত, লেখক, ফ্লোরিডা

প্রফেসর আবু নাসের রাজিব, ক্যালিফোর্নিয়া

মোরশেদ আলম, এক্টিভিস্ট, নিউইয়র্ক

আহাদ আহমেদ, প্রকৌশলী, মিশিগান

ডঃ বামন দাস বসু, বিজ্ঞানী, মাসাচুসেটস

সাফেদা বসু, এক্টিভিস্ট, মাসাচুসেটস

ডঃ খন্দকার মনসুর, কমিউনিটি লিডার, নিউইয়র্ক

ডঃ মহসিন পাটোয়ারি, অধ্যাপক, নিউইয়র্ক

জামাল উদ্দিন হোসেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, আলাবামা

ডঃ মহসিন আলী, লেখক, নিউইয়র্ক

দস্তগীর জাহাঙ্গীর, সাংবাদিক, ভার্জিনিয়া

ফাহিম রেজা নূর, এক্টিভিস্ট, নিউইয়র্ক

ডঃ জিনাত নবী, বিজ্ঞানী, নিউজার্সি

হাসান ফেরদৌস, লেখক, নিউইয়র্ক

মেজর (অবঃ) মঞ্জুর আহমেদ, কমিউনিটি লিডার,নিউইয়র্ক

ডঃ প্রদীপ কর, বিজ্ঞানী, নিউইয়র্ক

ডাঃ প্রতাপ দাস, চিকিৎসক, নিউইয়র্ক

কৌশিক আহমেদ, সম্পাদক, নিউইয়র্ক

লাভলু আনসার, সাংবাদিক, নিউইয়র্ক

রাফায়েত চৌধুরী, এক্টিভিস্ট, নিউইয়র্ক

আবু তাহের, এক্টিভিস্ট, পেনসিলভেনিয়া

সউদ চৌধুরী, এক্টিভিস্ট, নিউইয়র্ক

ডঃ মিজান আর মিয়া, অধ্যাপক, ইলিনয়

ডঃ জামিল তালুকদার, অধ্যাপক, উইসকনসিন

ডঃ শাহাদাত হোসেন, অধ্যাপক, নিউইয়র্ক

ডঃ হাসান মাহমুদ, অধ্যাপক, নিউজার্সি

ডঃ খন্দকার মনসুর, বিজ্ঞানী, মেরিল্যান্ড

ডঃ সৈয়দ আবু হাসনাত, শিক্ষক, মাসাচুসেটস

মাহবুবুর রহমান ভূঁইয়ান, ব্যবসায়ী, জর্জিয়া

তাজুল ইমাম, শিল্পী, নিউইয়র্ক

আব্দুর রহিম বাদশা, ব্যবসায়ী, নিউইয়র্ক

ডঃ মিজানুর রহমান, বিজ্ঞানী

আব্দুল কাদের মিয়া, কমিউনিটি লিডার, নিউইয়র্ক

জাকারিয়া চৌধুরী, কমিউনিটি লিডার, নিউইয়র্ক

বেদারুল ইসলাম বাবলা, কমিউনিটি লিডার, নিউইয়র্ক

মিন্টু রহমান, কমিউনিটি লিডার, জর্জিয়া

নাদিরা রহমান, কমিউনিটি লিডার, জর্জিয়া

আরেফিন বাবুল, কমিউনিটি লিডার, জর্জিয়া

ডঃ শাহাব সিদ্দিক, বিজ্ঞানী, জর্জিয়া

মোহাম্মদ আলী বাবুল, আইনজ্ঞ, নিউইয়র্ক

মোহাম্মদ মাওলা, কমিউনিটি লিডার, জর্জিয়া

ঝর্ণা চৌধুরী, থিয়েটার শিল্পী, নিউইয়র্ক

লুতফুন নাহার লতা, শিল্পী, নিউইয়র্ক

ডাঃ ফারুক আজম, চিকিৎসক, নিউজার্সি

মিয়ান হেলাল, ব্যবসায়ী, নিউজার্সি

শামসুন নাহার হেলেন, প্রযুক্তিবিদ, নিউজার্সি

ইকবাল ইউসুফ, কমিউনিটি লিডার, মাসাচুসেটস

আতিকুর রহমান, কমিউনিটি লিডার

রুমি কবির, লেখক, জর্জিয়া

আলী আহমদ ফারিস, ব্যবসায়ী, মিশিগান

রাশেদ আহমেদ, কমিউনিটি লিডার, নিউইয়র্ক

সীতাংশু গুহ, সাংবাদিক, নিউইয়র্ক

ডঃ দিলীপ নাথ, শিক্ষক, নিউইয়র্ক

এমএ সালাম, কমিউনিটি লিডার, নিউজার্সি

ফকির ইলিয়াস, কবি, নিউইয়র্ক

মিশুক সেলিম, কবি, নিউইয়র্ক

খালেদ শরীফউদ্দিন, কবি, নিউইয়র্ক

আবু সাঈদ রতন, কবি, নিউইয়র্ক

হাসান আল আবদুল্লাহ, কবি, নিউইয়র্ক

মিথুন আহমেদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, নিউইয়র্ক

মিনহাজ আহমেদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, নিউইয়র্ক

শাখাওয়াত আলী, কমিউনিটি লিডার, নিউইয়র্ক

ডঃ আব্দুল বাতেন, বিজ্ঞানী, নিউইয়র্ক

ডঃ হাসান মাসুদ, শিক্ষক, নিউইয়র্ক

শহীদ হাসান, কণ্ঠশিল্পী, নিউইয়র্ক

রথীন্দ্র নাথ রায়, কণ্ঠশিল্পী, নিউইয়র্ক

ইস্তিয়াক রূপু, কবি, নিউইয়র্ক

গোপাল স্যান্নাল, কমিউনিটি লিডার, নিউইয়র্ক

ডঃ মাহবুবুর রহমান টুকু, ব্যবসায়ী, নিউইয়র্ক

ডঃ নাহিদ বানু, বিজ্ঞানী, নিউজার্সি

মাহবুব রেজা রহিম, কমিউনিটি লিডার, আরিজোনা

ডঃ মনোয়ার হোসেন, বিজ্ঞানী, নিউজার্সি

গোলাম ফারুক ভূঁইয়ান, ব্যবসায়ী, নিউজার্সি

রেহান রেজা, কমিউনিটি লিডার, ক্যানসাস

ডঃ হাসান মামুন, শিক্ষক, নিউজার্সি

জাহেদুল মাহমুদ জামি, কমিউনিটি লিডার,ক্যালিফোর্নিয়া

তৌফিক সোলাইমান খান, কমিউনিটি লিডার, ক্যালিফোর্নিয়া

নজরুল আলম, কমিউনিটি লিডার, ক্যালিফোর্নিয়া

সাইফুর রহমান ওসমানি, সাংবাদিক, ক্যালিফোর্নিয়া

ডঃ গোলাম মোস্তফা, অধ্যাপক, পেনসিলভেনিয়া

রবিউল করিম বেলাল, ব্যবসায়ী, পেনসিলভেনিয়া

ডঃ আহসান চৌধুরী, প্রকৌশলী, টেক্সাস

হাশমত মোবিন, কমিউনিটি লিডার, টেক্সাস

শাহ হালিম, কমিউনিটি লিডার, টেক্সাস

ম্যাগি হালিম, কমিউনিটি লিডার, টেক্সাস

ডাঃ আনিসুল আসলাম, চিকিৎসক, ক্যালিফোর্নিয়া

মোহাম্মদ বিল্লাহ রানা, ব্যবসায়ী, ক্যালিফোর্নিয়া

হাদি বিল্লাহ রোবা, ব্যবসায়ী, নেভাডা

কাজী শাহরিয়ার রহমান, প্রকৌশলী, ক্যালিফোর্নিয়া

করিমুল হক চৌধুরী, ব্যবসায়ী, ক্যালিফোর্নিয়া

বশীর আথার, বিজ্ঞানী, ক্যালিফোর্নিয়া

তপন মন্ডল, এক্টিভিস্ট, ক্যালিফোর্নিয়া

শাহ আলম, কমিউনিটি লিডার, ক্যালিফোর্নিয়া

মমিনুল হক বাচ্চু, কমিউনিটি লিডার, ক্যালিফোর্নিয়া

তাসনিম সালাম আসলাম, প্রকৌশলী, ক্যালিফোর্নিয়া

আবেদ মনসুর, কমিউনিটি লিডার, ক্যালিফোর্নিয়া

হাবিব আহমেদ টিয়া, কমিউনিটি লিডার, ক্যালিফোর্নিয়া

মোফাজ্জল হোসেন, কমিউনিটি লিডার, ক্যালিফোর্নিয়া

মোহাম্মদ হোসেন রানা, কমিউনিটি লিডার,ক্যালিফোর্নিয়া

আবুল হাসনাত রায়হান,কমিউনিটি লিডার,ক্যালিফোর্নিয়া

আসাদুজ্জামান বাচ্চু, ব্যবসায়ী, মিশিগান

দেওয়ান জামির, প্রকৌশলী, ক্যালিফোর্নিয়া

বেলাল বেগ, প্রবন্ধকার, নিউইয়র্ক

নিনি ওয়াহেদ, সাংবাদিক, নিউইয়র্ক

ডঃ ফরজাহান রহমান শাওন, অধ্যাপক, নর্থ ক্যারোলিনা

ডঃ খন্দকার মনসুর, কমিউনিটি লিডার, নিউইয়র্ক

খুরশিদ আনোয়ার বাবলু, কমিউনিটি লিডার, নিউইয়র্ক

হাসান আল আবদুল্লাহ, লেখক, নিউইয়র্ক

সৈয়দ আবু হাসনাত, অধ্যাপক, মাসাচুসেটস

ডঃ দেলওয়ার হোসেন, অধ্যাপক, আলাবামা

ইকবাল ইউসুফ, ডাইরেক্টর, আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা

আতিকুর রহমান, ব্যবসায়ী, ফ্লোরিডা

হাসান জাহাঙ্গীর, ব্যবসায়ী, ফ্লোরিডা

জুনাইদ আখতার, কমিউনিটি লিডার, ফ্লোরিডা

ডঃ হেমায়েত উল্লাহ, অধ্যাপক

ডঃ মাহবুব প্রমাণিক

ডঃ পুরবী বসু, লেখক, ফ্লোরিডা

ফারহানা ইলিয়াস তুলি, কবি, নিউইয়র্ক

সৈয়দ মামুনুর রশিদ, কবি, নিউইয়র্ক

স্বপ্নিল ফিরোজ, কবি, নিউইয়র্ক

লিটন আহমেদ, এক্টিভিস্ট, নিউইয়র্ক

গোলাম মহিউদ্দিন, সঙ্গীতশিল্পী, জর্জিয়া

নজরুল ইসলাম, কমিউনিটি লিডার, জর্জিয়া

ফারুক আহমেদ, কমিউনিটি লিডার, জর্জিয়া

মহিন, কমিউনিটি লিডার, ফ্লোরিডা

আবুল হাসান, কমিউনিটি লিডার, জর্জিয়া

আহমাদুর পরভেজ, কমিউনিটি লিডার, জর্জিয়া

ডঃ মোহাম্মদ নাসিম, কমিউনিটি লিডার, জর্জিয়া

মাহমুদ আব্বাস, কমিউনিটি লিডার, জর্জিয়া

মোহাম্মদ আকবর খান, কমিউনিটি লিডার, জর্জিয়া

রেজা করিম, কমিউনিটি লিডার, জর্জিয়া

আলি হোসেন, কমিউনিটি লিডার, জর্জিয়া

পিন্টু ইউসুফ, কমিউনিটি লিডার, জর্জিয়া

নুরুল কবির নাহিদ, কমিউনিটি লিডার, জর্জিয়া

মোজাম্মেল, কমিউনিটি লিডার, জর্জিয়া

মশিউর রহমান, ব্যবসায়ী, জর্জিয়া

রাসেল ভূইয়ান, ব্যবসায়ী, জর্জিয়া

আরেফিন পিয়াল, শিক্ষক, জর্জিয়া

মাহরুফুর ভূইয়ান, ব্যবসায়ী, জর্জিয়া

বোরহান উদ্দিন, কমিউনিটি লিডার, জর্জিয়া

রাশেদুল করিম, ব্যবসায়ী, জর্জিয়া

বিন্দু হোসেন, শিল্পী, জর্জিয়া

রেজাউল বারী, এক্টিভিস্ট, নিউইয়র্ক

আবুল বাশার চুন্নু, এক্টিভিস্ট, নিউইয়র্ক

নবেন্দু দত্ত, অধ্যাপক, নিউইয়র্ক

সিরাজ আহমেদ সোহাগ, কমিউনিটি লিডার, নিউইয়র্ক

শ্যামল চক্রবর্তী, কমিউনিটি লিডার, নিউইয়র্ক

প্রণববন্ধু চক্রবর্তী, প্রকৌশলী, নিউইয়র্ক

মোহাম্মদ ফজলুল হক, কমিউনিটি লিডার, নিউইয়র্ক

পরিমল করমকার, কমিউনিটি লিডার, নিউইয়র্ক

ঝর্ণা চৌধুরী, শিল্পী, নিউইয়র্ক

সৈয়দ রশিদ আহমেদ করমানী, ব্যবসায়ী, নিউইয়র্ক

রুকসানা করমানী, নিউইয়র্ক

ফারুক আহমেদ, ব্যবসায়ী, নিউইয়র্ক

দিলারা আহমেদ, এক্টিভিস্ট, নিউইয়র্ক

তৌকিদ চৌধুরী, এক্টিভিস্ট, নিউইয়র্ক

সানিয়েত আহমেদ চৌধুরী, প্রকৌশলী, নিউইয়র্ক

তৌজিয়াত চৌধুরী, ডক্টরেট ছাত্র, নিউইয়র্ক

আলিম খান আকাশ, ব্যবসায়ী, নিউইয়র্ক

সবিতা দাস, এক্টিভিস্ট, নিউইয়র্ক

আবুল বাসার ভূইয়ান, নিউইয়র্ক

সারেব আহমেদ, নিউইয়র্ক

রন্টু লাল দাস, নিউইয়র্ক

হারুন চৌধুরী, ভার্জিনিয়া

সন্তোষ বড়ুয়া, কবি, ভার্জিনিয়া

নুপুর চৌধুরী, ভার্জিনিয়া

গৌরব গল্প, শিল্পী, ভার্জিনিয়া

নাসরিন আহমেদ মুন্না, শিল্পী, ভার্জিনিয়া

ডঃ মনোয়ার হোসেন, বিজ্ঞানী, নিউজার্সি

নাহিদ চৌধুরী, ব্যবসায়ী, নিউজার্সি

মির চৌধুরী, কমিউনিটি লিডার, নিউজার্সি

রফিকুল ইসলাম, ব্যবসায়ী, ক্যালিফোর্নিয়া

তাসনিম সালাম আসলাম, ক্যালিফোর্নিয়া

মিজানুল কবীর, পি.ও., ক্যালিফোর্নিয়া

আবুল হাসনাত রায়হান,কমিউনিটি লিডার,ক্যালিফোর্নিয়া

আসাদুজ্জামান বাচ্চু, কমিউনিটি লিডার, ক্যালিফোর্নিয়া

মাসুদ চৌধুরী, কমিউনিটি লিডার, ক্যালিফোর্নিয়া

মোহাম্মদ হোসেন রানা, ব্যবসায়ী, ক্যালিফোর্নিয়া

রুহুল আমিন, ব্যবসায়ী, মিশিগান

আব্দুল মুহিত মুক্তা, ব্যবসায়ী, মিশিগান

মহসিন উদ্দিন টিপু, ব্যবসায়ী, মিশিগান

মোঃ সিরাজউদ্দিন টিপু, কমিউনিটি লিডার, মিশিগান

ডঃ আদনান মোরশেদ, অধ্যাপক, ওয়াশিংটন

ডঃ আতিয়ার রহমান, এফডিএ পরিসংখ্যক, ভার্জিনিয়া

ডঃ সাদেক চৌধুরী, ভার্জিনিয়া

আলাউদ্দিন আহমেদ, কমিউনিটি লিডার, ভার্জিনিয়া

ডঃ জাহেদ চৌধুরী, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ভার্জিনিয়া

নিজামউদ্দিন আহমেদ,হিউজ নেটওয়ার্ক, ভার্জিনিয়া

সালেহ আহমেদ, এক্টিভিস্ট, ভার্জিনিয়া

স্বপ্নিক খান, এক্টিভিস্ট, টেকসাস

রেদোয়ান চৌধুরী, কমিউনিটি লিডার, ডি.সি

You might also like