বাংলাদেশে কিছু আফগানকে আশ্রয় দিতে যুক্তরাষ্ট্রের অনুরোধ,ঢাকার ‘না’

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ আফগানিস্তান থেকে কিছু মানুষকে বাংলাদেশে সীমিত সময়ের জন্য আশ্রয় দিতে অনুরোধ করেছে যুক্তরাষ্ট্র।তবে ঢাকা ওয়াশিংটনকে সাফ জানিয়ে দিয়েছে,বাংলাদেশের পক্ষে একজন লোককেও আশ্রয় দেওয়া সম্ভব নয়।

সোমবার (১৬ আগস্ট) রাতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন মোবাইল ফোনে এ তথ্য জানান।পররাষ্ট্র মন্ত্রী বলেন, ‘যুক্তরাষ্ট্র বলেছে,আমাদের দেশে তো বহু রোহিঙ্গা রাখছি। সেখানে যুক্তরাষ্ট্র আমাদের সাহায্য করছে।তারা বলেছে তাদের অনেক বন্ধু আফগানিস্তানে আছেন,তারা তাদের অন্যদেশে সরাতে চায়।এটা খুব জরুরি ইস্যু।বাংলাদেশ যদি ওদের স্বল্পদিনের জন্য আশ্রয় দেয় তারা খুব খুশি হবে। আমরা বলেছি যে,তোমরা আমাদের কথা চিন্তা করেছে সেটা ভালো খবর।কতগুলো লোককে তোমরা সরিয়ে নেবে? ওদের কতদিন রাখবে? কোন কোন দেশকে তোমরা অনুরোধ করেছ? দেখ আমরা বড় কষ্টে আছি।আমাদের এখানে এত জায়গা নেই।অর্থনীতি অত ভালো না।সুতরাং আমরা আর একটা লোকও নিতে পারব না। আমাদের সেই অবস্থান নেই।

You might also like