বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর সহিংসতার তীব্র নিন্দা জানিয়েছেন ট্রাম্প
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকাঃ বাংলাদেশে হিন্দু, খ্রিস্টান ও অন্যান্য সংখ্যালঘুদের ওপর হামলা ও লুটপাটের ঘটনার নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে এক পোস্টে এই নিন্দা জানান তিনি।ট্রাম্প লিখেছেন, বাংলাদেশে হিন্দু, খ্রিস্টান ও অপর সংখ্যালঘুদের ওপর নৃশংস সহিংসতার তীব্র নিন্দা জানাচ্ছি। তারা হামলা ও লুটপাটের মতো ঘটনার শিকার হচ্ছেন।ট্রাম্প আরও লিখেছেন,আমি নেতৃত্বে থাকলে এ ধরনের ঘটনা কখনোই ঘটতে পারত না। কমলা ও জো বাইডেন বিশ্বব্যাপী ও যুক্তরাষ্ট্রে হিন্দুদের উপেক্ষা করে যাচ্ছেন। ইসরায়েল থেকে ইউক্রেন এবং আমাদের দক্ষিণ সীমান্ত পর্যন্ত তারা একের পর এক ব্যর্থতা উপহার দিয়েছেন। তবে আমরা আমেরিকাকে আবারও শক্তিশালী করে তুলব এবং শক্তির মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করব।
সাবেক এই প্রেসিডেন্ট লিখেছেন, আমরা যুক্তরাষ্ট্রে হিন্দুদের সুরক্ষার জন্য লড়াই করব, যাতে চরম বামপন্থিদের ধর্মবিরোধী এজেন্ডা তাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করতে না পারে। আমার প্রশাসনের অধীনে, আমরা ভারত ও আমার ঘনিষ্ঠ বন্ধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আমাদের সম্পর্ক আরও সুদৃঢ় করব।কমলা হ্যারিসের অর্থনৈতিক নীতির সমালোচনা করে তিনি লিখেছেন, অতিরিক্ত নিয়ন্ত্রণ ও উচ্চ করের কারণে ছোট ব্যবসাগুলো ক্ষতির মুখে পড়বে। আমি কর হ্রাস করেছি, নিয়ন্ত্রণ কমিয়েছি, আমেরিকার জ্বালানির উৎপাদন বাড়িয়েছি এবং ইতিহাসের অন্যতম সেরা অর্থনীতি গড়ে তুলেছি। আমরা এটিকে আরও বড় ও শক্তিশালী করে আবারও সেই অবস্থানে নিয়ে যাব এবং আমেরিকাকে মহান করব।হিন্দুদের ধর্মীয় উৎসব দিওয়ালির শুভেচ্ছা জানিয়ে তিনি একই পোস্টে লিখেছেন, সবার দিওয়ালি শুভ হোক। এই আলোর উৎসব ন্যায়-অন্যায়ের যুদ্ধে ন্যায়ের বিজয় বয়ে আনুক।