বাংলাদেশ আভ্যন্তরীন নৌ পরিবহন কর্তৃপক্ষের(বি আই ডব্লিউ টি এা উদ্যোগে সুনামগঞ্জে ৫ হাজার বন্যার্ত পরিবারের মাঝে ত্রানসামগ্রী বিতরণ

শামীম আহমদ তালুকদার
সত্যবাণী

সুনামগঞ্জ থেকেঃ নৌ পরিবহন ,মন্ত্রনাললের নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর নির্দেশে বাংলাদেশ আভ্যন্তরীন নৌ পরিবহন কর্তৃপক্ষের( বি আই ডব্লিউ টি এর) চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক এর সার্বিক তত্বাবধানে উদ্যোগে তিনটি জাহাজ ও চারটি স্পিডবোড সুনামগঞ্জে এসে নোংগর করেছে। প্রায় ৫ হাজার মানুষের মাঝে শুকনো খাবার হিসেবে চিড়া,গুড়,মুড়ি,ওরস্যালাইন,বিস্কুট ও বিশুদ্ধ পানি এবং শিশুদের জন্য গুড়াদুধ মোমবাতি বিতরণ করা হয়। গতকাল সোমবার এবং আজ মঙ্গলবার দিনব্যাপী জামালগঞ্জ উপজেলা সদর,সাচনা বাজার এবং সুনামগঞ্জ সদর,তাহিরপুর,ছাতক ও দোয়ারাবাজারে ত্রান কার্যক্রম শুরু করেছন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা

প্রশাসক(জেনারেল) অসীম সরকার ও বি আই ডব্লিউ টি এর ঢাকার যুগ্ম পরিচালক মো. আব্দুস সালাম।এ সময় উপস্থিত ছিলেন বি আই ডব্লিউ টি এর উপ পরিচালক মো. রেজাউল করিম,সুনামগঞ্জ নদী বন্দরের বন্দর কর্মকর্তা সুব্রত রায়,সিবিআইয়ের সহ সভাপতি মো. আক্তার হোসেন ও সাংগঠনিক সম্পাদক পান্না বিশ^াস প্রমুখ। যতদিন বন্যার উন্নতি না হবে ততোদিন সুনামগঞ্জের বন্যার্ত মানুষজনের পাশে থেকে এ কার্যক্রম চালিয়ে যাওয়ার দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন বি আই ডব্লিউ টি এর ঢাকার যুগ্ম পরিচালক মো. আব্দুস সালাম বি আই ডব্লিউ টি এর ঢাকার যুগ্ম পরিচালক মো. আব্দুস সালাম।

You might also like