বাংলাদেশ কল্যাণ পার্টির যুক্তরাজ্য শাখা কমিটি গঠিত

সংবাদ বিজ্ঞপ্তি ডেস্ক
সত্যবাণী 

লন্ডন: দেশের সীমানা পেরিয়ে বাংলাদেশ কল্যাণ পার্টির আহ্বান পৌছে যাচ্ছে বিদেশের মাটিতে বসবাসরত বাংলাদেশীদের কাছে। বাংলাদেশটাকে একটা কল্যাণ রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত করতে সবচেয়ে বেশী সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেন একমাত্র প্রবাসীরা। কারণ তাদের রক্তেমাখা হাতের যাদুতে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ টিকে আছে।

আজ শুক্রবার জুম মিটিং এর মাধ্যমে মহাসচিব আবদুল আউয়াল মামুন এর সার্বিক তত্বাবধানে গঠিত কমিটি ঘোষনার সময় এমন মন্তব্য করেন পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল অবঃ সৈয়দ মুহম্মদ ইবরাহিম বীরপ্রতীক।

এসময় তিনি বলেন, দেশের জন্য কিছু করতে পারাটা আমাদের আত্মতৃপ্তি দেয়। আপনারা দেশকে প্রতিনিয়ত কিছু না কিছু দিয়ে যাচ্ছেন। প্রবাসীরা দেশের সম্পদ। আজকে বাংলাদেশের সম্পদ এদেশীয় চোরেরা লুটপাট করে নিজেদের আখের গুছিয়ে নিচ্ছে। ব্যাংকের ভল্টের টাকা লুটে সুইস ব্যাংকের ভল্ট ভরিয়ে দিয়েছে। এসব লুটেরাদের হাতে বাংলাদেশ নিরাপদ নয়। একমাত্র কল্যাণ পার্টির নেতৃত্বে বাংলাদেশের মানুষের দুর্দশা লাঘব হবে। আজকে কল্যাণ পার্টির এক নতুন দিগন্তের উন্মোচন হয়েছে। যুক্তরাজ্য কমিটি দিয়ে বৈদেশিক শাখা কমিটির কাজ শুরু হয়েছে। অচিরেই অন্যান্য দেশের শাখা কমিটি গঠন করা হবে।

জুম মিটিং এ যুক্ত থেকে শুভেচ্ছা জ্ঞাপন করেন পার্টির সহ সভাপতি ফরায়েজি, অতিরিক্ত মহাসচিব নুরুল কবির ভূইয়া পিন্টু, যুগ্ম মহাসচিব আবদুল্লাহ আল হাসান সাকিব,আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক লেঃ কমান্ডার ফয়সাল মেহেদী, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহিদ আবেদীন, বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবু হানিফ, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো জাকারিয়া, স্বেচ্ছাসেবক কল্যাণ পার্টির সভাপতি জসিমউদ্দিন,চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি এডভোকেট মামুন জোয়ার্দার, রংপুর জেলা সভাপতি ফায়জুল ইসলাম,রংপুর মমহানগর নেতা ইলিয়াস আলী, মো ফরহাদ, নজরুল, শফিক,জাকারিয়া আহমেদ প্রমুখ।

নবগঠিত যুক্তরাজ্য আহ্বায়ক কমিটির পক্ষ থেকে আলোচনায় অংশগ্রহণ করেন বার্মিংহাম নিবাসী নজরুল ইসলাম, লন্ডন নিবাসী মোহাম্মদ ফরহাদ, আই টি বিশেষজ্ঞ শফিকুল ইসলাম রাজু, সুপরিচিত মিডিয়া ব্যাক্তিত্ব তওহিদুল করিম মুজাহিদ।

মহাসচিব আবদুল আউয়াল মামুন সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, বাংলাদেশ কল্যাণ পার্টি যুক্তরাজ্য শাখা অচিরেই বৃহত্তর পরিবেশে আনন্দঘন সম্মেলন করবে। দেশের মানুষের কল্যাণ নিশ্চিত করতে কাজ করবে এই কমিটি। মোঃ নজরুল হককে আহ্বায়ক ও মো: ফরহাদ কে সদস্য সচিব করে এগার সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষনা করা হয়।

You might also like