বাংলাদেশ ছাত্র সমিতির ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ নীতি, আদর্শ, সততা, দেশপ্রেম আজ নিম্ন স্তরে পৌঁছে গেছে। সমাজে স্বার্থবাদীতা প্রবল থেকে প্রবলতর হচ্ছে । রাজনীতিতে বেড়ে যাচ্ছে অসৎ ব্যবসায়ী ও দুর্নীতি পরায়ন অবসরপ্রাপ্ত আমলাদের আধিপত্য।সর্বগ্রাসী পুঁজিবাদ, লুটেরা, শোষক, দুর্নীতিবাজ ছাত্র ও তরুণ সমাজকে দেশপ্রেমের বিপরীতে লোভ-লালসা ও ভোগবাদিতায় আকৃষ্ট করে ফেলেছে । সকল সংগ্রাম সর্বোপরি মুক্তিযুদ্ধ ও স্বৈরশাসকদের বিরুদ্ধে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালনকারী ছাত্রসমাজকে নীতি ও আদর্শের প্রশ্নে আপোষহীন থাকতে হবে।বাংলাদেশ ছাত্র সমিতির ৪৪৩ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গতকাল ২৫ ডিসেম্বর শুক্রবার রাত সাড়ে ৮টায় অনুষ্ঠিত ভার্চুয়াল আলোচনা সভায় সংগঠনের সাবেক এবং বর্তমান নেতৃবৃন্দ এ কথা বলেন।

বাংলাদেশ ছাত্র সমিতির সাবেক সহ-সভাপতি ও ন্যাপ নেতা পরিতোষ দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল আলোচনা সভা সঞ্চালন করেন সংগঠনের সাবেক সভাপতি ন্যাপ নেতা অ্যাডভোকেট আমিনুল ইসলাম। আলোচনা সভায় বক্তারা আরও বলেন, প্রয়াত ন্যাপ সভাপতি অধ্যাপক মোজাফফর আহমদের দিকনির্দেশনায় ১৯৭৬ সালের ২৫ ডিসেম্বর ন্যাপের অঙ্গ সংগঠন হিসেবে “বাংলাদেশ ছাত্র সমিতি” প্রতিষ্ঠিত হয়। অধ্যাপক মোজাফফর আহমদের অনুসৃত “ধর্ম-কর্ম গণতন্ত্রের নিশ্চয়তাসহ সমাজতন্ত্রই মুক্তির পথ” এর দিশারী হিসেবে বাংলাদেশ ছাত্র সমিতির সাবেক নেতৃবৃন্দ সারাদেশে ন্যাপের সাথে সম্পৃক্ত আছেন। ১৯৫৭ সালের ২৭ জুলাই প্রতিষ্ঠা লগ্ন থেকে স্বৈরাচারবিরোধী, সাম্রাজ্যবাদবিরোধী আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধে ন্যাপ গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করেছে। আজকে দেশের সার্বিক পরিস্থিতিতে সুস্থ ধারার রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্যে অতীতের যে কোনো সময়ের চেয়ে ন্যাপ ধারার রাজনীতি অনেক বেশি প্রয়োজন। এজন্য চাই গণতান্ত্রিক ধারায়, নিয়মতান্ত্রিক ধারায়, যৌথ নেতৃত্বের মাধ্যমে শক্তিশালী ন্যাপ। বক্তাগণ ন্যাপের সহযোগী সংগঠন বাংলাদেশ ছাত্র সমিতি, বাংলাদেশ যুব সমিতি, বাংলাদেশে নারী সমিতি, বাংলাদেশ কৃষক সমিতি, বাংলাদেশ শ্রমিক সমিতি ও সাংস্কৃতিক সংগঠন “লৌকিক” গড়ার ক্ষেত্রে সারাদেশের বাংলাদেশ ছাত্র সমিতির সাবেক নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।

ভার্চুয়াল আলোচনা সভায় বক্তব্য রাখেন ন্যাপের সাবেক সাধারন সম্পাদক ও বর্তমান সহ সভাপতি এডভোকেট এনামুল হক। সভায় লন্ডন থেকে সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আবু মুসা মোঃ হাসান, কানাডা থেকে সংগঠনের সাবেক সভাপতি মাসুদ রহমান মাসুদ, লন্ডন থেকে সংগঠনের সাবেক কোষাধক্ষ্য সৈয়দ হাসান আহমেদ, ইতালি থেকে সংগঠনের সাবেক কেন্দ্রীয় নেতা আলী হোসেন, সংগঠনের প্রতিষ্ঠাতাদের অন্যতম ডক্টর সামাদ শিকদার, সংগঠনের সাবেক নেতা অধ্যাপক রজতকান্তি গোস্বামী, এডভোকেট আওলাদ হোসেন, মোস্তাক আহমেদ, নাসির উদ্দিন বাদল, বশির আহমেদ, মোস্তফা মাহমুদ, শরীফ হাসান, কাজী মোহাম্মদ শাজাহান, নাসিমা হক রুবি, ইসমাইল মিয়া, হাসান তারিক লিটন, এডভোকেট নুরুজ্জামান খান, ডাক্তার

মোহনলাল সরকার,হোসনে আরা বেগম, সমীরণ দাস দেলোয়ার হোসেন টুটুল, নুরুল ইসলাম মিতা,আনোয়ার জাহিদ পিকু, ছাত্রনেত্রী সুস্মিতা হক জামি, ফারিস্তা তাশফিয়া খান প্রমুখ।ভার্চুয়াল সভায় সংযুক্ত ছিলেন তৎকালীন সোভিয়েত ইউনিয়নে ১৯৮১ সালে প্রতিষ্টিত স্টাডি সার্কেলের প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ হাবিব মোহাম্মদ নাকভি ও সাধারণ সম্পাদক সৈয়দ মাইনুল হাসান সুমন, বাংলাদেশ ছাত্র সমিতির সাবেক নেতা অধ্যাপক ডক্টর সিদ্ধার্থ তালুকদার, অ্যাডভোকেট এমএ ওহাব, হাসান কমরুন, ডাক্তার আশিস কুমার শীল, এনামুল হক ভূঁইয়া, দেলোয়ার হোসেন ইমন, খান মতিউর রহমান, অধ্যাপক চন্দন কুমার চন্দন, তপন রায়, রোকেয়া রহমান, অধ্যাপক হুমায়ুন কবির, নাজিয়া বিনতে ইসলাম প্রমুখ।প্রবাস থেকে আরও সংযুক্ত ছিলেন মালদ্বীপ থেকে ডাক্তার মাকসুদা হক রিমি, কানাডা থেকে খান আমিরুজ্জামান রিপন, ইতালির থেকে নাজমুল আহসান তুহিন, নিউজিল্যান্ড থেকে আখতারুজ্জামান, আয়ারল্যান্ড থেকে সুমি খান, সেসিয়ার্স থেকে কামাল আহমেদ প্রমুখ।

উল্লেখ্য,১৯৭৬ সালের ২৫ ডিসেম্বর প্রায়ত ন্যাপ সভাপতি অধ্যাপক মোজাফফর আহমদের দিকনির্দেশনায় ন্যাপের অঙ্গ সংগঠন হিসেবে বাংলাদেশ ছাত্র সমিতির আত্মপ্রকাশ করে।বাংলাদেশ ছাত্র সমিতির সাবেক এবং বর্তমান নেতৃবৃন্দ গতকাল সকাল সাড়ে এগারোটায় ন্যাপ কেন্দ্রীয় কার্যালয়ে প্রায়ত মহান নেতা অধ্যাপক মোজাফফর আহমদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন।

You might also like