বাংলাদেশ থেকে ইতালিতে প্রবেশে নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ করোনা পরিস্থিতির অবনতির কারণে বাংলাদেশ ও ভারত থেকে যাত্রী প্রবেশ নিষিদ্ধ করেছে ইতালি। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বাংলাদেশে ইতালির রাষ্ট্রদূত এনরিকো নুনজিটা এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, গত ১৪ দিনের মধ্যে যারা বাংলাদেশে ছিলেন বা অবস্থান করেছেন তাদের ইতালিতে প্রবেশ করতে দেওয়া হবে না। তবে, ২০২১ সালের ২৫ এপ্রিলের আগে যারা ইতালির বাসিন্দা হয়েছেন, তারা বাংলাদেশ থেকে ইতালিতে প্রবেশ করতে পারবেন বলে জানিয়েছেন তিনি। সেক্ষেত্রে, তাদের করোনা নেগেটিভ সনদ থাকতে হবে এবং ইতালীয় কর্তৃপক্ষের নির্ধারিত স্থানে ১০ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে।

You might also like