‘বাংলাদেশ’ নামকরণের ঐতিহাসিক দিনে স্মারক ডাকটিকিট
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকাঃ ১৯৬৯ সালের ৫ ডিসেম্বর। তৎকালীন পূর্ব পাকিস্তানকে ‘বাংলাদেশ’ নামকরণের ঐতিহাসিক দিন। দিনটির স্মরণে ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকেট প্রকাশ করেছে ডাক অধিদপ্তর। এ উপলক্ষে ব্যবহার করা হয় বিশেষ একটি সিলমোহর। একই মূল্যমানের একটি উদ্বোধনী খাম ও ৫ টাকা মূল্যমানের একটি ডাটা কার্ড প্রকাশ করা হয়েছে।
আজ শনিবার ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার রাজধানীতে তার দপ্তর থেকে স্মারক ডাকটিকিট ও উদ্বোধনী খাম অবমুক্ত করেন এবং ডাটা কার্ড উদ্বোধন করেন।এ সময় মন্ত্রী বলেন, ‘১৯৬৯ সালের ৫ ডিসেম্বর ঢাকায় আওয়ামী লীগের এক আলোচনা সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন পূর্ব পাকিস্তানকে ‘বাংলাদেশ’ নামকরণের ঘোষণা দিয়েছিলেন। ১৯৬৯ সালের ৫ ডিসেম্বর গণতন্ত্রের মানসপুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকায় আওয়ামী লীগের আলোচনা সভায় বঙ্গবন্ধু ঘোষণা করেন, আমাদের স্বাধীন দেশটির নাম হবে বাংলাদেশ।’