বাংলাদেশ-ভারত সম্পর্ক রক্তের রাখিবন্ধনে আবদ্ধ: কাদের
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকাঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বাংলাদেশ-ভারত সম্পর্ক রক্তের রাখিবন্ধনে আবদ্ধ।এ সম্পর্ক কালের পরীক্ষায় উত্তীর্ণ। আলোচনার মাধ্যমে আমাদের দুই দেশের মধ্যকার সীমান্ত সমস্যাসহ অমীমাংসিত সমস্যার সমাধান হয়েছে। তিস্তা নদীর পানি বণ্টনসহ অন্যান্য সমস্যার সমাধানে আলোচনা অব্যাহত রয়েছে।’আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। এর আগে তিনি বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীর সঙ্গে বৈঠক করেন।স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসতে পারেন বলে জানিয়েছেন ওবায়দুল কাদের।বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে হেফাজতের দাবির বিষয়ে সরকারের অবস্থান কী−সাংবাদিকরা তা জানতে চাইলে তিনি বলেন, ‘বিষয়টি আমরা পর্যবেক্ষণ করছি।’