বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ) সুনামগঞ্জ জেলা শাখার মানববন্ধন
শামীম আহমদ তালুকদার
সত্যবাণী
সুনামগঞ্জ থেকেঃ দেশের বিভিন্ন স্থানে সনাতন ধর্মাবলম্বীদের উপাসনালয় ও ঘরবাড়িতে হামলার প্রতিবাদে,সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে এক প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।আজ রবিবার দুপুরে বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ) সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে জেলা সদর হাসপাতালের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ) সুনামগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ডা. সৈকত দাসের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বিএমএ সভাপতি ডা.আব্দুল হাকিম,সাধারণ সম্পাদক ডা. এম নূরুল ইসলাম, হাসপাতালের পরিচালক ডা. আনিসুর রহমান,ডেপুটি সিভিল সার্জন ডা. আশরাফুল হক,আবাসিক মেডিকেল অফিসার ডা. রফিকুল ইসলাম,সহকারী পরিচালক ডা. মাহবুবুর রহমান স্বপন,জুনিয়র কনসালটেন্ট ডা. বিস্নু প্রসাদ চন্দ,সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
ডা. সৌমিত্র চক্রবর্তী, ডা.স্বাধীন কুমার দাস,ডা. মধুসূদন ধর।এছাড়াও উপস্থিত ছিলেন ডা. সালেহ আহমেদ আলমগীর,ডা. জসীম উদ্দিন শরীফি,ডা. দেলোয়ার হোসেন, ডা. লিপিকা দাস,ডা. শ্যামল চন্দ্র বর্মন,ডা. জিয়াউর রহমান, ডা. আশুতোষ সিংহ,ডা. মাহবুবুর রহমান রকি,ডা. মানস তালুকদার, ডা. কামরুল হাসান,ডা.অভিক দাস চৌধুরী,ডা. সায়েম রেজা,ডা. আখতারুজ্জামান আখন্দ,ডা. এনামুক হক,ডা. ইসরাত জাহান সোনিয়া,ডা. বদিউল আলম,ডা. আল আমিন শাওন,ডা. অরুনিমা দাস প্রমুখ।নেতৃবৃন্দরা বলেন,দেশকে অস্থিতিশীল করতে একটি গোষ্টি দেশের সংখ্যালঘুদের বাড়িঘরে অগ্নিসংযোগ,মন্দিরে হামলা ও প্রতিমা ভাংচুর করে ধর্ষনের মতো জঘন্য ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এবং অবিলম্বে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।