বাউল কল্যাণ সমিতি স্মরণ সভা সমাজ বিনির্মাণে বাউলদের ভূমিকা রয়েছে: এডভোকেট নাসির উদ্দিন খান

নিউজ ডেস্ক
সত্যবাণী

সিলেট: সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান বলেছেন, বাউলরা তথ্য নির্ভর গান করেন, সমাজ বিনির্মানে বাউলদের ভূমিকা রয়েছে। বর্তমান সরকার বাউলদের কল্যানে আন্তরিক, সিলেট অঞ্চলে থেকে বাউল গানের শুরু হয়ে বৃহি বিশ্ব সমাধিত। তারা আধ্যাত্মিক গান করেন।তিনি বলেন বাউল শিল্পীকে ভালোবাসি, বাউল গানকে ভালবাসি, তাদের সুখে দুখে পাশে থাকবেন বলে আশ্বাস্ত করেন।এডভোকেট নাসির খান ২৯ নভেম্বর সোমবার রাতে নগরীর জিন্দাবাজারস্ত কবি নজরুল একাডেমীতে বাউল কল্যান সমিতি সিলেট বিভাগের উদ্যোগে সিলেট বিভাগের স্বনামধন্য প্রবীণ বাউল শিল্পী মরহুম মকদ্দস আলম উদাসী বাউল শিল্পী মোস্তফা মিয়া ও ঢাকার স্বনামধন্য প্রবীন বাউল তাসলিমা রহমান মায়া রানির, স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

বাউল কল্যান সমিতি সিলেট বিভাগের সভাপতি কামাল উদ্দিন রাসেলের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক গীতিকার হাবিবুর রহমান হাবিব ও প্রচার সম্পাদক গীতিকার এম তছির আলী’র যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট চেম্বার অব কর্মাস ইন্ড্রাজিজ এর পরিচালক হুমায়ুন আহমদ,জগন্নাথপুর কার্লচারাল ফোরাম ইউ’কের সাধারণ সম্পাদক শাহ টিনু মিয়া।বক্তব্য রাখেন ও উপস্থিত ,কারি আমির উদ্দিন সাংস্কৃতিক পরিষদের সভাপতি মুজিব মালদার,বাউল চন্দ মিয়া, বাউল কল্যাণ সমিতি সিলেট বিভাগের সহসভাপতি বাউল লাল মিয়া,কালা মিয়া,বাউল সূর্য লাল দাস, বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশন সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি বাউল শাহজাহান সিরাজ, বাউল মিনারা বেগম,রেহানা বেগম,বাউল হারুন, সাংবাদিক এম মুজিবুর রহমান,যুক্তরাজ্য প্রবাসী গীতিকবি শাহ দিলওয়ার আলী বাউল এখলাছ আজাদ, বাউল জি এস বশর,নাছির উদ্দিন, বিরহী রাজু,সংগীত অনুরাগী ইমরান ডালি, বাউল নুনু আল গাজী,বাউল শিতন বাবু,বাউল আজিজ,এসডি শান্ত, শিপন দেওয়ান,গীতিকার মাসুক আহমদ তাহের, ছালেক উদ্দিন তাহের, বাউল শিল্পী অন্তরা, সাদ্দাম হোসেন,যন্ত্র শিল্পী সানুর মিয়া, বাউল সাবিনা আক্তার রুজি,বাউল শিপা আক্তার, এস আর মুন্নি, আরকুম শাহ শিল্পী গোষ্ঠী ভারপ্রাপ্ত সভাপতি শাহ তফাজ্জুল ভাণ্ডারী, সাংবাদিক মুহিবুর রহমান, কবি নিলুফা ইসলাম,বাউল বশির উদ্দিন সরকার, বাউল হারুন, দিলাল উদ্দিন প্রমুখ।সভায় গীতিকবি কুতুব আফতাব, ওয়ারিছ আলী প্রবীন বাউল শিল্পী সাব্বির আহমদ পাখি মিয়া, বাউল মহাজন আফছার উদ্দিন, বাউল লেছু মিয়া,বাউল হুসনা সরকার, বাউল শাহিন সরকার,বাউল লিপি সরকার,সংগীত শিল্পী ইব্রাহিম, আকবর,সাংস্কৃতিক ব্যক্তিত্ব মিসফাক আহমেদ মিশু,নাইম কোরেশী স্বরণ এক মিনিট নিরবতা পালন করা।আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন দেলওয়ার হোসেন দিলাল। পরে তবারক বিতরণ করা হয়।

You might also like