বাউল শিল্পী রণেশ ঠাকুরের ঘরে অগ্নিসংযোগের ঘটনায় যুক্তরাজ্য উদীচীর প্রতিবাদ

নিউজ ডেস্ক
সত্যবাণী

লন্ডনঃ বাউল সম্রাট শাহ আব্দুল করিমের অন্যতম শিষ্য,বাউল রণেশ ঠাকুরের বাড়িতে অগ্নিসংযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী যুক্তরাজ্য সংসদ।এক বিবৃতিতে যুক্তরাজ্য উদীচীর সভাপতি হারুন অর রশীদ ও সাধারণ সম্পাদক আমিনা আলী বলেন, বাউল রণেশ ঠাকুরের আসর ঘরে অগ্নিসংযোগের ফলে তার ৪০ বছরের সঞ্চিত বই, সংগীত সাধনার বিভিন্ন অনুষঙ্গ, বাদ্যযন্ত্রে সাজানো গানের ঘরটি পুড়ে ছাই হয়ে গেছে।তারা বলেন, এটি নিছক কোন সাধারণ অপরাধের ঘটনা নয়, উদীচী মনে করে এই অগ্নিসংযোগের ঘটনা অসাম্প্রদায়িক, ধর্মনিরপেক্ষ, মানবতাবাদী বাঙালি সংস্কৃতির উপর ধারাবাহিক হামলার অংশ।

সমাজের কায়েমী স্বার্থবাদী গোষ্ঠী বাউলদের চক্ষুশূল হিসেবে দেখেছে জানিয়ে উদীচীর নেতারা জানান, যুগ যুগ ধরে বাংলার পথে প্রান্তরে বাউল শিল্পীরা জাতপাতের ভেদাভেদের বিরুদ্ধে, ধনী-গরীব বৈষম্য এবং শোষণের বিরুদ্ধে, ধর্মীয় সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, অন্যায় অত্যাচারের বিরুদ্ধে গান গেয়ে মানুষকে সজাগ এবং সচেতন করেছেন। তাই তাদের উপর এমন নিন্দনয়ী হামলা।মুক্তিযুদ্ধের চেতনাধারী, সংস্কৃতি-বান্ধব সরকার ক্ষমতাসীন থাকতে কীভাবে একের পর এক বাউলরা নির্যাতিত হয়, এমন প্রশ্নও তোলা হয় বিবৃতিতে।উদীচীর অন্যান্য নেতৃবৃন্দ এ ঘটনায় জড়িতদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসাথে বাউল রণেশ ঠাকুরের পরিবারের নিরাপত্তা বিধানসহ অবিলম্বে তার ঘর পুনঃনির্মাণের ব্যবস্থা করার জন্য সরকারের কাছে জোর দাবি জানান।

You might also like