বাচ্চাদের সৃষ্টিকর্মকে একত্রিত করেছে টাওয়ারহ্যামলেটসটুগেদার

নিউজ ডেস্ক
সত্যবাণী

টাওয়ার হ্যামলেট্‌সঃ এনএইচএস এবং জনগুরুত্বপূর্ণ সার্ভিসসমূহ অব্যাহত রাখার কাজে নিয়োজিত কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানানোর নানা প্রয়াস টাওয়ার হ্যামলেটসের সর্বত্র চোখে পড়ছে।টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্রিক লেনের দুই ক্ষুদে শিল্পী আমিনা ও নাজিয়ার আঁকা চমৎকার একটি চিত্রশিল্পটি দেখা গেছে ব্রিক লেন এলাকায়। কমিউনিটির সবার ঘরে থাকার প্রয়োজনীয়তা তুলে ধরার পাশাপাশি এই চিত্রকর্মে গুরুত্বপুর্ণ কাজে নিয়োজিত এবং অত্যাবশকীয় সার্ভিস পরিচালনায় নিয়োজিত কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে। আমরা নিশ্চিত, যেকোন কী ওয়ার্কারই এটা দেখে উজ্জীবিত হবেন। ক্ষুদে আর্টিষ্ট আমিনা ও নাজিয়াকে আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ।টাওয়ার হ্যামলেটস বারার বিভিন্ন বাসা বাড়ির জানালায় কিংবা ব্যালকনিতে এ ধরনের অগনিত ড্রয়িংস সবার নজর কাড়ছে।এছাড়া সোশ্যাল মিডিয়াতেও এ ধরনের অনেক নান্দনিক সৃষ্টিশীল কর্ম শেয়ার হচ্ছে।আশা ও কৃতজ্ঞতার এমন নান্দনিক কোন শিল্পকর্ম যদি আপনি কিংবা আপনার বাচ্চারা তৈরী করে থাকে,তাহলে হ্যাশট্যাগটাওয়ারহ্যামলেটস্টুগেদার লিখে তা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে অনুরোধ করা হয়েছে।

You might also like