বাজার নিয়ন্ত্রণে থাকলে চালের দাম বাড়বে না-কৃষিমন্ত্রী আব্দুস শহীদ
সত্যবাণী
সিলেট অফিসঃ বাজার নিয়ন্ত্রণ করতে পারলে চালের দামও বাড়বে না বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ।
তিনি বলেন, দেশে যে পরিমাণ চাল উৎপাদন হয়েছে ও মজুত রয়েছে, তাতে মজুতদারি না হলে এই মুহূর্তে চাল আমদানি করতে হবে না। জেলা প্রশাসন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে বাজার নিয়ন্ত্রণ করতে পারলে চালের দামও বাড়বে না।
মৌ’বাজার থেকে সংবাদদাতা জানান, ২৫ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার জেলা আইনশৃঙ্খলা বিষয়ক সভায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকদরদী ও কৃষির বিষয়ে খুবই আন্তরিক। এই আন্তরিকতাকে কাজে লাগিয়ে আমাদেরকে কৃষি উৎপাদন বাড়াতে হবে। বর্তমানে সার, বীজ, সেচ, বিদ্যুৎ প্রভৃতির কোন সংকট নেই। আ’লীগ সরকারের আমলে কৃষি উপকরণের কোন সংকট হবে না।
চালের মজুতদারি রোধে জেলা প্রশাসককে মোবাইল কোর্ট পরিচালনা করে জেল-জরিমানাসহ কঠোর ব্যবস্থা গ্রহণ করার জন্য তিনি নির্দেশ দেন।
জেলা প্রশাসক ডা. উর্মী বিনতে সালামের সভাপতিত্বে কৃষিমন্ত্রী আব্দুস শহীদ ছাড়াও সভায় উপস্থিত ছিলেন মৌলভীবাজার-২ আসনের এমপি শফিউল আলম চৌধুরী নাদেল, মৌলভীবাজার-৩ আসনের এমপি মোহাম্মদ জিল্লুর রহমান। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা।