বানিয়াচংয়ে আগুনে পুড়ে ৮ বসতঘর ভস্মীভূত
চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী
সিলেট থেকেঃ হবিগঞ্জের বানিয়াচংয়ে গভীর রাতে আগুনে পুড়ে ৮টি বসতঘর ভস্মীভূত হয়েছে। এ ঘটনায় প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করছেন।
বানিয়াচং থেকে সংবাদদাতা জানান, উপজেলার ১ নম্বর উত্তর-পূর্ব ইউনিয়নের নাগেরখানা গ্রামে এ ঘটনাটি ঘটে। বৃহস্পতিবার দিবাগত ভোর রাতে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের লোকজন উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।এদিকে, শুক্রবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় এমপি এডভোকেট আব্দুল মজিদ খান, উপজেলা চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী, ইউএনও পদ্মাসন সিংহ, জেলা পরিষদ সদস্য ইমরান হাসান ও ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার।এছাড়াও খবর পেয়ে তাৎক্ষণিকভাবে স্থানীয় ত্রাণ ও দুর্যোগ শাখা (পিআইও অফিস) ক্ষতিগ্রস্ত লোকজনের মধ্যে শুকনো খাবার ও কম্বল বিতরণ করে। এ সময় উপজেলা চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী ব্যক্তিগত তহবিল থেকে নগদ ২০ হাজার টাকা বিতরণ করেন। এছাড়া বড়বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির পক্ষ থেকে ৮ বস্তা চাউল বিতরণ করা হয়।