বানিয়াচংয়ে অপহরণের ২৪ ঘন্টার মধ্যে নড়াইল থেকে স্কুল ছাত্রী উদ্ধার,অপহরনকারী গ্রেফতার
শরিফ চৌধুরী
সত্যবাণী
হবিগঞ্জ থেকেঃ হবিগঞ্জের বানিয়াচংয়ের এক স্কুল ছাত্রী অপহরণের ঘটনায় ২৪ঘন্টার ভিতরে ঐ ছাত্রীকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেফতার করে বানিয়াচং থানা পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়,বানিয়াচং উপজেলার ৮ম শ্রেনীর এক স্কুল ছাত্রী(১৫)এর মাস খানেক পূর্বে মোবাইলের রং নাম্বারে পরিচয় হয় নড়াইল জেলার নড়াইল উপজেলার ভাটিয়া গ্রামের ইউনুস বিশ্বাসের পুত্র এনামুল বিশ্বাসের সাথে।এই পরিচয়ের সুবাধে একে অন্যের সাথে প্রেমের সম্পর্কে আবদ্ধ হয়ে যায়। এক পর্যায়ে ওই যুবক মেয়েটিকে বিভিন্ন ভাবে ফুসলিয়ে এবং লোভ লালসা দেখিয়ে গত ২৯আগষ্ট(রবিবার) ২০২১ইং বানিয়াচং থেকে গাড়িযোগে নড়াইল নিয়ে যায়।
এদিকে নাবালিকা মেয়েটিকে পরিবারের লোকজন বিভিন্ন স্হানে ও আত্বীয় স্বজনের বাড়িতে খুঁজাখুজি করে না পেয়ে বানিয়াচং থানায় একটি সাধারণ ডাইরী করেন।বানিয়াচং থানার অফিসার ইনচার্জ এমরান হুসেন তথ্য প্রযুক্তির মাধ্যমে ঐ ছাত্রীর ও অপহরণকারী অবস্থান নিশ্চিত করেন। তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে নড়াইল জেলার অবস্থান করে সেখান থেকে পুলিশের সহায়তা নিয়ে ৩০আগষ্ট(সোমবার)সকাল ১১টার দিকে নড়াইল থানায় অভিযান চালিয়ে ঐ স্কুল ছাত্রীকে উদ্ধার করেন এবং অপহরনকারী এনামুল বিশ্বাসকে গ্রেফতার করে বানিয়াচং থানায় নিয়ে আসেন।পরে অপহৃতা স্কুল ছাত্রীর পরিবারের অভিযোগের প্রেক্ষিতে অপহরণকারী এনামুল বিশ্বাসকে নিয়মিত মামলা রুজু করে আদালতের মাধ্যমে আজ ১লা সেপ্টেম্বর(বুধবার) আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করেন।এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ এমরান হুসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান,আমাদের প্রতিটি পরিবারের লোকজনকে সতর্ক থেকে তাদের ছেলে মেয়েদের প্রতি খেয়াল রেখে চলতে হবে।কারন প্রতিটা ছেলে মেয়ে করোনাকালীন দীর্ঘ সময় ধরে স্কুল কলেজ বন্ধ থাকার কারনে তারা মোবাইল নিয়ে বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ডে জড়িত হয়ে পড়ছে।