বান্দরবনের ধুমধুম সীমান্তে মাইন বিষ্ফোরনে একজন নিহত

নিউজ ডেস্ক
সত্যবাণী 

বান্দরবান: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুম্রু সীমান্তের ওপারে মাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন।নিহত যুবকের নাম ওমর ফারুক।

রোববার (২ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে।

ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আজিজ জানান, ঘুমধম সীমান্তের তুম্রু এলাকার ক্যাম্পে আশ্রয় নেওয়া রোহিঙ্গা যুবক ওমর ফারুক সকালে শূন্যরেখা পার হয়ে মিয়ানমারের ভূখণ্ডে মাছ ধরতে যান।

 

এসময় সেখানে একটি মাইন বিস্ফোরিত হলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। পরে তার মরদেহ শূন্যরেখায় এনে রোহিঙ্গাদের জন্য নির্দিষ্ট কবরস্থানে দাফন করা হয়। 

 

 

 

 

You might also like