বান্দরবানে সন্ত্রাসী হামলায় সেনাসদস্যসহ নিহত ৪

নিউজ ডেস্ক
সত্যবাণী

বান্দরবান: বান্দরবানের রুমায় সেনাবাহিনী সঙ্গে সন্ত্রাসীদের ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে।এতে বাহিনীর এক সদস্যসহ মোট চার জনের প্রাণহানি ঘটেছে।এছাড়া গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন ফিরোজ নামে এক সৈনিক।সামরিক বাহিনীর নিহত সদস্যের নাম হাবিবুর রহমান।তিনি দীর্ঘদিন সিনিয়র ওয়ারেন্ট অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।কিন্তু জনসংহতি সমিতির নিহত তিনজনের নাম এখনো জানা যায়নি।আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে এরই মধ্যে ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়েছে।তারা জানায়, বান্দরবনের রুমায় সেনাবাহিনীর উপর সন্ত্রাসীদের হামলায় এক সৈন্যসহ ও তিনজন সন্ত্রাসী নিহত হয়েছেন।গতকাল বুধবার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে বান্দরবানের রুমা উপজেলার রুমা-রাঙামাটি সীমান্তবর্তী দুর্গম বতিপাড়া এলাকায় ঘটনাটি ঘটে।আর্মি ২৮ বীর রুমা জোন থেকে গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।উল্লেখ্য,ঘটনাস্থল থেকে একটি এসএমজি, তিনটি দেশীয় বন্দুক, তিনটি সেনাবাহিনীর আদলে পোশাক, ২৮০ রাউন্ড গুলিসহ বিপুল গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। অপর দিকে ঘটনাস্থল ও এর আশপাশের এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

You might also like