বাবুনগরী-মামুনুলদের বিরুদ্ধে প্রতিবেদন ৩ মার্চ

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী,খেলাফত মজলিসের নেতা মাওলানা মামুনুল হক,ইসলামি আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ৩ মার্চ ধার্য করেছেন আদালত।বুধবার (৩ ফেব্রুয়ারি) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিলো।কিন্তু এদিন মামলার তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) প্রতিবেদন দাখিল করতে পারেনি।এজন্য ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদার প্রতিবেদন দাখিলের এ তারিখ ঠিক করেন।গত বছর ৭ ডিসেম্বর মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ভাস্কর্য নির্মাণের বিরোধিতা করার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করেন। একইদিন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট আবদুল মালেক মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে আরও একটি মামলা করেন। মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৩ মার্চ ধার্য করেছেন একই আদালত।

You might also like