বাম গণতান্ত্রিক জোটের অর্ধদিবস হরতাল পালন সরকারের গণবিরোধী সিদ্ধান্ত রুখে দাঁড়াতে হবে
চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী
সিলেট থেকেঃ জ্বালানি তেল, ইউরিয়া সার, নিত্যপণ্যের দাম ও পরিবহন ভাড়া কমানোর দাবিতে বাম গণতান্ত্রিক জোট ও ৯ সংগঠন আহূত ২৫ আগস্ট বৃহস্পতিবার সকাল ৬টা থেকে ১২টা পর্যন্ত দেশব্যাপী অর্ধদিবস হরতাল সারাদেশের ন্যায় সিলেটেও জনগণের স্বতঃস্ফূর্ত সহযোগিতায় পালিত হয়েছে।হরতাল সফল করতে ভোর ৬টায় কোর্ট পয়েন্টে বিক্ষোভ মিছিল বের হয় এবং নগরির বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পিকেটিং করা হয়। সকাল ১১টায় নগরির কোর্ট পয়েন্টে সমাবেশ অনুষ্ঠিত হয়।বাম গণতান্ত্রিক জোট ও বাসদ সমন্বয়ক আবু জাফরের সভাপতিত্বে ও বাসদ (মার্ক্সবাদী) জেলা সদস্য সঞ্জয় কান্ত দাশের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা সিপিবি সভাপতি সৈয়দ ফরহাদ হোসেন, বাসদ (মার্ক্সবাদী) আহ্বায়ক উজ্জল রায়, সিপিবি বিভাগীয় সমন্বয়ক এ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমন, ওয়ার্কার্স পার্টি (মার্ক্সবাদী) সভাপতি সিরাজ আহমেদ, সিপিবি সাধারণ
সম্পাদক খায়রুল হাছান, সাম্যবাদী আন্দোলনের সমন্বয়ক সুশান্ত সিনহা সুমন, ওয়ার্কার্স পার্টি (মার্ক্সবাদী) সাধারণ সম্পাদক ডাঃ হরিধন দাশ, বাসদ (মার্ক্সবাদী) জেলা সদস্য এ্যাডভোকেট হুমায়ুন রশীদ সোয়েব, বাসদ জেলা সদস্য প্রণব জ্যোতি পাল, সাম্যবাদী আন্দোলনের জেলা সদস্য এ্যাডভোকেট রনেন সরকার রনি, উদীচী জেলা সাধারণ সম্পাদক দেবব্রত পাল মিন্টু, যুব ইউনিয়ন জেলা সাধারণ সম্পাদক নিরঞ্জন দাশ খোকন, চালক সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক মন্জু আহমদ, ছাত্র ইউনিয়নের জেলা আহবায়ক মনিষা ওয়াহিদ, জেলা সাধারণ সম্পাদক প্রান্তিক হাসান, ছাত্র কাউন্সিল জেলা সভাপতি বিশ্বজিত শীল, নারী মুক্তি কেন্দ্র র লক্ষী পাল, ছাত্র ফ্রন্ট এর মিছবাহ খান, শ্রমিক কর্মচারি ফেডারেশনের প্রসেনজিৎ রুদ্র, শ্রমিক অধিকার আন্দোলনের মহিতোষ দেব মলয়, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট-এর মামুন বেপারি প্রমূখ।বক্তারা বলেন, বিশ্ববাজারে যখন জ্বালানি তেলের দাম নিম্নমুখী তখন সরকার গত ৫ আগস্ট গভীর রাতে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির গণবিরোধী সিদ্ধান্ত জনগণের উপর চাপিয়ে দিয়েছে। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর পরিবহনের ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত সরকার নিয়েছে। ফলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম হু হু করে বাড়ছে। সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। অন্যদিকে সরকার আবারও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির চক্রান্ত করছে।সমাবেশে বক্তারা হরতাল সফল করায় জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, জ্বালানি তেল, ইউরিয়া সার, নিত্যপণ্যের দাম ও পরিবহন ভাড়া কমানোর দাবিতে এবং গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির চক্রান্তসহ সরকারের গণবিরোধী সিদ্ধান্ত রুখে দিতে আগামী দিনের আন্দোলনে সর্বাত্মক অংশ নেয়ার আহ্বান জানান।