বাম গণতান্ত্রিক জোটের আন্দোলন
চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী
সিলেট থেকেঃ সংসদ ভেঙে দিয়ে নির্বাচনকালীন দল নিরেপক্ষ তদারকির সরকারের অধীনে নির্বাচন, নিত্যপণ্যের দাম কমানো, সাইবার সিকিউরিটি আইন বাতিলের দাবিতে বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলা শাখার উদ্যোগে ২৯ আগস্ট মঙ্গলবার সন্ধ্যে ৬টায় নগরির আম্বরখানা পয়েন্টে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।জোটের সিলেট জেলা সমন্বয়ক, সিপিবি সাধারণ সম্পাদক খায়রুল হাসানের সভাপতিত্বে ও বাসদ (মার্কসবাদী) জেলা সদস্য সঞ্জয় কান্ত দাশের সঞ্চালনায় মানববন্ধনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জেলা সিপিবি সভাপতি সৈয়দ ফরহাদ হোসেন, বাসদ (মার্কসবাদী) জেলা আহ্বায়ক উজ্জল রায়, বাসদ জেলা আহ্বায়ক আবু জাফর, বিপ্লবী কমিউনিস্ট লীগ সভাপতি সিরাজ আহমদ, সিপিবি বিভাগীয় সমন্বয়কারী এডভোকেট আনোয়ার হোসেন সুমন, বাসদ জেলা সদস্যসচিব প্রণব জ্যোতি পাল, উদীচী জেলা সভাপতি এনায়েত হাছান মানিক, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের নাজিকুল ইসলাম রানা, ছাত্র ইউনিয়নের মনীষা ওয়াহিদ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাদিয়া নওশীন প্রমূখ।সমাবেশে বক্তারা বলেন, হামলা-মামলা করে বিরোধীদের দমন-পীড়ন করে, জনরোষ থেকে অতীতের কোন স্বৈরাচারী সরকার রক্ষা পায়নি, বর্তমান সরকারও পাবে না।বক্তারা দমন-পীড়নের পথ পরিহার করে গণদাবি মেনে নিয়ে সরকারকে পদত্যাগ করে সংসদ ভেঙে দিয়ে নির্দলীয় তদারকি সরকারের অধীনে আগামী দ্বাদশ নির্বাচন দেয়ার জোর দাবি জানান। একই সাথে একই দাবিতে গণআন্দোলন গড়ে তোলার জন্য সকল বাম-প্রগতিশীল রাজনৈতিক দল-ব্যক্তি-গোষ্ঠীর প্রতি আহ্বান জানানো হয়।