বারার প্লেগ্রাউন্ডগুলো আগষ্টের শুরতেই উন্মুক্ত করে দেয়া হবে

নিউজ ডেস্ক
সত্যবাণী

টাওয়ার হ্যামলেট্সঃ টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে,বারার প্লেগ্রাউন্ড অর্থাৎ খেলার মাঠ ও আউটডোর জিমগুলোর প্রয়োজনীয় নিরাপত্তা যাচাই করে দেখার পর আগষ্ট মাসের শুরুর দিকেই তা সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা দেয়া হবে।বিজ্ঞপ্তিতে বলা হয়, আপনাদের অনেকেই বারবার এই প্রশ্ন করছেন যে, “আমি পাবে যেতে পারলেও কেন প্লেগ্রাউন্ড ব্যবহার করতে পারছি ন?” উন্মুক্ত প্লেগ্রাউন্ড ও আউটডোর জিমগুলো খোলার ব্যাপারে সরকারের নির্দেশনা সম্পর্কে আমরা সচেতন আছি। খুব শিগগিরই সম্ভব না-ও হলেও, আগষ্টের শুরুতেই খেলার মাঠগুলো খুলে দেয়ার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।

আমাদের খেলাধূলা ও জিম সরঞ্জামাদিগুলোর বার্ষিক নিরাপত্তা চেক স্বাধীন সংস্থা দ্বারা করতে হয়। এছাড়াও যেহেতু এগুলো বেশ কিছু মাস ধরে অব্যহৃত রয়েছে, তাই এর যথাযথ পরীক্ষা করা খুবই দরকার। ভাইরাসজনিত কাজের অতিরিক্ত চাপের কারণে ইন্সপেক্টররা ভীষন ব্যস্ত থাকায় জুলাই মাসের শেষ নাগাদ তারা আমাদের খেলার মাঠের সরঞ্জামাদি পরীক্ষা করবেন বলে আমরা আশা করছি। তাই দয়া করে প্লেগ্রাউন্ডে ঢোকা অথবা আউটডোর জিম ইক্যুইপমেন্টগুলো ব্যবহার করা থেকে বিরত থাকুন। কাজ শেষ হয়ে যাওয়ার সাথে সাথে আমরা আপনাদের অবহিত করবো। আপনার ধৈর্য্যরে জন্য আপনাকে ধন্যবাদ।

You might also like