বিএনপিই দেশকে নতজানু রাষ্ট্র বানাতে চায়

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যারা বিদেশি দূতাবাসের বন্ধ দরজায় ফুল ও মিষ্টি নিয়ে অপেক্ষা করেন, দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিদের হস্তক্ষেপের অনুরোধ করেন, তারাই দেশকে নতজানু রাষ্ট্র হিসেবে দেখতে চান।শুক্রবার (৮ অক্টোবর) নিজের বাসভবনে এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।ওবায়দুল কাদের বলেন, বিএনপিই তাদের কর্মকাণ্ডের মাধ্যমে বিদেশিদের কাছে দেশের ইমেজ নষ্ট করছে। অপরদিকে আওয়ামী লীগ দেশের ইমেজ বৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছে।

বাংলাদেশকে নতজানু রাষ্ট্র বানানোর পরিকল্পনা চলছে- বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় কাদের বলেন, দেশের মানুষ জানে কারা বাংলাদেশকে নতজানু রাষ্ট্র হিসেবে দেখতে চায়। কথায় কথায় যারা (বিএনপি) দেশের বিরুদ্ধে বিদেশিদের কাছে নালিশ করেন, তারাই বাংলাদেশকে নতজানু রাষ্ট্র হিসেবে দেখতে চান।নির্বাচনে দলীয় প্রার্থী বাছাই প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, অনিয়ম করে যারা প্রার্থীদের নাম কেন্দ্রে পাঠিয়েছেন বা পাঠাবেন, তাদের বিরুদ্ধে খোজ- খবর নেওয়া হচ্ছে। প্রমাণ পাওয়া মাত্রই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।সরকার একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে চায়- বিএনপি নেতাদের এমন অভিযোগের জবাবে তিনি বলেন, বিএনপি একদিকে ভোটে আসবে না, আবার নির্বাচিত হয়েও মির্জা ফখরুল ইসলাম সংসদে যাবেন না, সংসদে তো বিএনপির প্রতিনিধিও রয়েছেন। তাহলে একদলীয় শাসন হয় কীভাবে। বিএনপি বহুদলীয় গণতন্ত্রের মুখোশের আড়ালে যা করেছিল জাতি তা ভুলে যায়নি।

You might also like