বিএনপির আমলে জনগণ ও এতিমের সম্পদ নিরাপদ ছিলনা-মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

শামীম আহমদ তালুকদার
সত্যবাণী

সুনামগঞ্জ থেকেঃ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, বিএনপি’র আমলে পর পর চারবার দূর্নীতিতে চ্যাম্পয়ান হয়েছে।জনগণ ও এতিমের সম্পদ তাদের কাছে নিরাপদ ছিলনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার মুক্তিযোদ্ধাদের কল্যানে সবকিছু করে যাচ্ছেন। স্বাধীন বাংলার স্থপতি জাতির পিতার নেতৃত্বে এই বীর মুক্তিযোদ্ধারা যুদ্ধে অংশগ্রহন করে দেশ স্বাধীন করেছিলেন বলেই তার কন্যা মুক্তিযোদ্ধাদের সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করেছেন।তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জনগণের আমানত নিরাপদ আছে বলেই আজকে এই উন্নয়ন দৃশ্যমান। বঙ্গবন্ধু জন্ম শত বার্ষিকী ও স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে ত্রিশ হাজার বাড়ী ও ৪ হাজার ২শত কোটি টাকা বরাদ্দ দিয়েছেন।

আজ শুক্রবার দুপুর ১ টায় সুনামগঞ্জের ছাতক উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের উদ্বোধন ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মুক্তিযোদ্ধা-জনতা সমাবেশে তিনি এসব কথা বলেন।সুনামগঞ্জের জেলা প্রশাসক মো: জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সিলেট ৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিব, সংরক্ষিত আসনের সংসদ সদস্য শামীমা শাহরিয়ার, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মতিউর রহমান, সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবীর ইমন, ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, সুনামগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার হাজী নুরুল মোমেন, দোয়ারাবাজার উপজেলা কমান্ডের সাবেক কমান্ডার ইদ্রিস আলী বীরপ্রতীক, ছাতক উপজেলা কমান্ডের সাবেক কমান্ডার তোতা মিয়া। সমাবেশে আগত মুক্তিযোদ্ধারা মুক্তিযোদ্ধাগণ তাদের রেশন দেয়ার দাবি, বিনামুল্যে ব্যবহারের জন্য ২০০ ইউনিট বিদ্যুৎ স্মার্ট কার্ড প্রদানের দাবি জানান।

You might also like