বিএন‌পি নেতা জাফরুল ইসলাম মারা গে‌ছেন

নিউজ ডেস্ক
সত্যবাণী

চট্টগ্রাম: চট্টগ্রামের বাঁশখালীর সাবেক সংসদ সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক বন ও পরিবেশ প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী মারা গেছেন। আজ মঙ্গলবার (৮ নভেম্বর) দুপুর ২টার দিকে চট্টগ্রাম নগরের এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।এর আগে সোমবার (৭ নভেম্বর) বিকেলে অসুস্থ হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘদিন থেকে তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই কন্যাসহ অনেক আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর বড় ছেলে জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর।জানা যায়, ১৯৫০ সালের ১৪ অক্টোবর বাঁশখালী উপজেলার কালীপুর গ্রামে জন্মগ্রহণ করেন জাফরুল ইসলাম চৌধুরী। জাফরুল ইসলাম চৌধুরী ১৯৯৬-৯৭ সালে চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই) এর সভাপতি দায়িত্ব পালন করে ছিলেন। ২০০৮ সালের বিএনপি জামাত জোট সরকারের আমলে তিনি বন ও পরিবেশ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। ২০০৯ সালে তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক নির্বাচিত হন। ২০১০ সালে বিএনপির চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।আগামীকাল বুধবার (৯ নভেম্বর) সকাল ১০টায় চট্টগ্রাম নগরের জমিয়তুল ফালাহ জামে মসজিদ মাঠে মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। দুপুর ২টায় বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে দ্বিতীয় জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। বিকেল ৩টায় বাঁশখালী ডিগ্রি কলেজের মাঠে তৃতীয় জানাজা নামাজ শেষে কালীপুরের পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।সাবেক প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, জাতীয়তাবাদী দল বিএনপি চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান, চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্করসহ বিভিন্ন দলের নেতা-কর্মী ও ব্যবসায়ীরা।

You might also like