বিধিবহির্ভূত ভবন নির্মাণের কারণে সিসিকের উচ্ছেদ অভিযান

সত্যবাণী
সিলেট অফিসঃ
বিধিবহির্ভূত ৪ তলা ভবন নির্মাণ করায় উচ্ছেদ অভিযান চালিয়েছে সিলেট সিটি কর্পোরেশন। সিসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিয়া সুলতানার নেতৃত্বে ২৮ ফেব্রুয়ারি বুধবার নগরির ১৬নং ওয়ার্ডের নয়াসড়ক এলাকার একটি বাসায় এ অভিযান পরিচালনা করা হয়।
সিসিক সুত্র জানিয়েছে, বিধিবহির্ভূত অংশ অপসারণের জন্য গত বছরের ২৯ মে, ২৭ জুলাই, ১৭ সেপ্টেম্বর ও সর্বশেষ গত ৭ ফেব্রুয়ারি বাসার মালিক আঙ্গুরজান খানমকে নোটিশ পাঠানো হয়। নোটিশের পরিপ্রেক্ষিতে কোন প্রকার জবাব বা পদক্ষেপ না নিয়ে বরং জোরপূর্বক নির্মাণকাজ চালিয়ে যান। এর পরিপ্রেক্ষিতে বুধবার উচ্ছেদ অভিযান চালায় সিটি কর্পোরেশন।
অভিযানের সময় সিটি কর্পোরেশনের কর্মকর্তা ও এসএমপি’র একটি পুলিশ টিম উপস্থিত ছিল।

You might also like