বিপজ্জনক বর্জ্য অপসারণের পদক্ষেপের প্রতিবেদন চেয়েছে হাইকোর্ট
আনসার আহমেদ উল্লাহ
কন্ট্রিবিউটিং এডিটর, সত্যবাণী
সুনামগঞ্জ: সুনামগঞ্জের গোবিন্দগঞ্জ, সোইদেরগাঁও ইউনিয়ন, রেলগেট,সোহিতপুর ও গোবিন্দগঞ্জ পয়েন্টের নুটনবাজার এলাকাসহ বিভিন্নএলাকা থেকে বিপজ্জনক বর্জ্য অপসারণে কী পদক্ষেপ নেওয়া হয়েছেতা জানতে চেয়েছেন হাইকোর্ট।এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত সুনামগঞ্জের জেলাপ্রশাসক ও জেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ওছাতকের উপজেলা চেয়ারম্যান এবং ছাতকের ইউনিয়ন পরিষদেরচেয়ারম্যানদের ৬০ কার্যদিবসের মধ্যে আদালতে গৃহীত পদক্ষেপেরবিষয়ে পৃথক প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।একইসঙ্গে বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা, ২০২১ অনুযায়ী সুনামগঞ্জেরওইসব এলাকা থেকে ক্ষতিকর বর্জ্য অপসারণের নির্দেশ কেন দেওয়াহবে না, তার কারণ দর্শানোর জন্য হাইকোর্ট সংশ্লিষ্ট সরকারিকর্তৃপক্ষকে রুল জারি করেছে।এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে সুনামগঞ্জের বাসিন্দা আইয়ুবকরম আলী ও বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের(ব্লাস্ট) দায়ের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মোহাম্মদউল্লাহ ও বিচারপতি একেএম রবিউল হাসানের হাইকোর্ট বেঞ্চ এনির্দেশনা ও রুল জারি করেন।১৫ জুলাই দৈনিক ভোরের কাগজে প্রকাশিত “ছাতক: মইলার দুর্গন্ধেপথচলার আতিথো” শিরোনামের একটি প্রতিবেদনের ভিত্তিতে তারাজনস্বার্থ মামলা হিসাবে আবেদনটি জমা দেয়।শুনানির সময় আবেদনকারীদের আইনজীবী আয়ুন্নাহার সিদ্দিকাআদালতকে বলেন, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ ও প্রশমনের লক্ষ্যেবাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর অধীনে বর্জ্যব্যবস্থাপনা বিধিমালা, ২০২১ প্রণয়ন করা হয়েছে।কিন্তু নিয়মগুলোযথাযথভাবে পালন না হওয়ায় স্বাস্থ্য ও পরিবেশের ক্ষতি হচ্ছে বলেজানান আইনজীবী।আবেদনকারীদের পক্ষে আইনজীবী মোঃনাজমুল করিম শুনানিকালে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নিজেনারেল অমিত তালুকদার।