বিবিসিএ‘র প্রেসিডেন্ট সেলিম চৌধুরী পেলেন ২০২০ লিডারশীপ এওয়ার্ড

মতিয়ার চৌধুরী
সত্যবাণী

লন্ডনঃ ব্রিটিশ কারি এওয়ার্ডের ১৬তম বার্ষিকীতে এবছর লিডারশীপ এওয়ার্ড লাভ করলেন ব্রিটেনের স্বনামখ্যাত ব্যবসায়ী সাবেক পুলিশ কর্মকর্তা ও ব্রিটিশ বাংলাদেশী ক্যাটারারর্স এ্যাসোসিয়েশনের (বিবিসিএ) প্রেসিডেন্ট সেলিম চৌধুরী। কোভিড-১৯ সময়ে ব্রিটেনের কারি ইন্ডাষ্ট্রিকে ধ্বংশের হাত থেকে ঠিকিয়ে রাখতে ব্রিটিশ অর্থমন্ত্রী ঋষী সোনাক সহ ব্রিটিশ সরকারের সাথে দেনদরবার করে রেষ্টুরেন্ট সেক্টরের জন্যে বিশেষ প্রনোদনা আদায় ও সেই সাথে বিভিন্ন হাসপাতালে কর্মরত এনএইচএস ষ্টাফ ও দরিদ্রদের মাঝে বিনামূল্যে খাদ্য সর্বরাহ করায় বিচারকরা এবছর সেলিম চৌধুরীকে লিডারশীপ এওয়ার্ডের জন্যে মনোনীত করেন। এবছর ব্রিটিশ কারি এওয়ার্ডের চূড়ান্ত বাছাই পর্বে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন পাঁচজন ব্রিটিশ এমপি সহ দশ সদস্যের বিচারক প্যানেল। আজ থেকে ১৬ বছর পূর্বে বাংলাদেশী বংশদ্বোত ব্রিশিষ্ট ক্যাটারারর্স নেতা এনাম আলী এমবিই ব্রিটিশ কারি ইন্ডাষ্ট্রিকে প্রমোট করার লক্ষ্যে প্রবর্তন করেন ব্রিটিশ কারি এওয়ার্ডের। প্রতিবছর একটি পাঁচতারকা হোটেলে আয়োজন করা হয় এওয়ার্ড বিতরনী অনুষ্টানের, এতে নিয়মিত যোগদেন ব্রিটিশ প্রধানমন্ত্রী সহ ব্রিটেনের মূলধারার রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণীপেশার পাঁচ হাজারেরও বেশী অতিথি। এবছর কোভিড-১৯ এর কারণে অনুষ্টানটির আয়োজন করা হয় ভ্যারচুয়্যাল অনুষ্টানের মাধ্যমে। প্রতিবছর সমগ্র দেশ থেকে রিজিওন ওয়াইজ বাছাই করে ১৪টি রেষ্টুরেন্ট ও টেকওয়ে সহ শেফ ও বিশিষ্ট ব্যক্তিদের অবদানের স্বীকৃতি স্বরুপ এওয়ার্ড প্রদান করা হয়, এবছরও এর ব্যতিক্রম হয়নি। অনুষ্টানটির নিয়মিত পন্সর ব্রিটেনের ব্যাংক-বীমা, এয়াললাইন্স সহ ব্রিটেনের মূলধারার কয়েকটি কোম্পেনী। গতকাল ১৭ ডিসেম্বর ভ্যারচুয়্যাল অনুষ্টানের মাধ্যমে সেলিম চৌধুরীকে এই এওয়ার্ড প্রদান করা হয়।সেলিম চৌধুরী শিশু বয়সে ব্রিটেনে আগমন করলেও সাফল্যের শিখরে আরোহন করেন খুব অল্প বয়সে,শিক্ষাজীবন সমাপ্ত করে চাকুরী নেন ব্রিটিশ পুলিশ বাহিনীতে এর পর এর শুরু করেন ব্যবসা,ব্যবসায়ও তিনি সফল, সেই সাথে ব্রিটিশ মূলধারার রাজনীতির সাথেও সম্পৃক্ত,কনজারভেটিব পার্টি থেকে নির্বাচিত হন হ্যারো কাউন্সিলের কাউন্সিলার।বাংলাদেশেও তার বিনিয়োগ রয়েছে তিনি এনআরবি ব্যাংকের একজন ডিরেক্টরও বটে।তার দেশের বাড়ী সিলেটের ওসমানীনগর উপজেলায়।বিবিসিএ‘র ফাউন্ডার ট্রেজারার তফজ্জুল মিয়া বলেন সেলিম চৌধুরীর এওয়ার্ড প্রাপ্তিতে গর্বিত ব্রিটিশ বাংলাদেশী ক্যাটারারর্স এ্যাসোসিয়েশনের সকল সদস্য।

You might also like