বিভিন্ন মহলের শোক সড়ক দূর্ঘটনায় জালালপুর কলেজের  অধ্যক্ষ আওলাদ হোসেন নিহত

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ নগরির মেজরটিলায় সড়ক পার হতে গিয়ে দ্রুতগামী লেগুনার ধাক্কায় প্রাণ হারিয়েছেন দক্ষিণ সুরমার জালালপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ আওলাদ হোসেন।এসএমপি’র শাহপরান (রহঃ) থানার ওসি সৈয়দ আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, শনিবার রাত সোয়া ১০টার দিকে অধ্যক্ষ আওলাদ মেজরটিলা শ্যামলী আবাসিক এলাকার সম্মুখে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি লেগুনা তাকে ধাক্কা দিলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশের গাড়িতে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ওসি জানান, দুর্ঘটনার পরপরই ঘাতক চালক লেগুনা নিয়ে পালিয়ে গেছে। পুলিশ লেগুনাটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে বলে জানান তিনি।
অধ্যক্ষ আওলাদ হোসেনের মৃত্যুতে জেলা বিএনপি’র শোক
অধ্যক্ষ আওলাদ হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জেলা বিএনপি’র সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। এক শোকবার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
জালালপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ আওলাদ হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নেতৃবৃন্দ। গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় উপজেলা প্রেসক্লাব সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।শোকবার্তায় তারা বলেন, জালালপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ আওলাদ হোসেন দীর্ঘদিন থেকে শিক্ষকতার মতো মহান পেশা সততার সাথে পালন করেছেন। তাঁর যোগ্য নেতৃত্বে জালালপুর ডিগ্রি কলেজের শিক্ষার মান বাড়ার পাশাপাশি কলেজের সুনামও অনেক বৃদ্ধি পেয়েছে। তাঁর ছাত্ররা আজ দেশ-বিদেশে প্রতিষ্ঠিত।সাংবাদিক নেতৃবৃন্দ আরও বলেন, সড়কে মৃত্যু আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। এখনই সড়ক দুর্ঘটনা ঠেকাতে না পারলে আমরা কেউই নিরাপদ হতে পারবো না। সড়ক দুর্ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ নেয়া সময়ের দাবী বলে তারা মনে করেন।

You might also like