বিমানের সব নিয়োগ কার্যক্রম স্থগিত
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকাঃ করোনাভাইরাসের কারণে উদ্ভুত পরিস্থিতি বিবেচনায় সব ধরনের নিয়োগ কার্যক্রম স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে নিয়োগ প্রক্রিয়া স্থগিতের সিদ্ধান্তের বিষয়টি জানানো হয়।এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মানবসম্পদ উপ-বিভাগের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এতদ্বারা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের বিভিন্ন পদে চাকরির জনা আবেদনকৃত প্রার্থীদের জানানো যাচ্ছে যে, অনিবার্য কারণবশত কর্তৃপক্ষের নির্দেশক্রমে সকল ধরনের নিয়োগ কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।নিয়োগ-সংক্রান্ত কোনো সিদ্ধান্ত পরবর্তীতে গৃহীত হলে তা যথাসময়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। ঘরে থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।
বিমান বাংলদেশ এয়ারলাইন্সে চিফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও), ফ্লাইট স্টুয়ার্ড/স্টুয়ার্ডস পদের নিয়োগ প্রক্রিয়া চলমান ছিল। এর মধ্যে দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়। ভাইরাসটির সংক্রমণ রোধে কমাতে গত ২৬ মার্চ থেকে দেশের সকল বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি আর্থিক সংকটের কারণে ১৫ মে পর্যন্ত সকল ধরনের শিডিউল ফ্লাইট ওঠা-নামা বন্ধ ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
প্রসঙ্গত, গত ডিসেম্বরে চীনের উহানে করোনাভাইরাসের উৎপত্তি হয়। এখন পর্যন্ত এই ভাইরাসের প্রতিষেধক তৈরি করা যায়নি।বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এ রোগকে কোভিড-১৯ নামকরণ করে গত ১১ ফেব্রুয়ারি এবং কোভিড-১৯ মহামারি হিসেবে ঘোষণা দেয় ১১ মার্চ।এই ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে সোমবার পর্যন্ত ১৮২ জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছেন ১০ হাজার ১৪৩ জন।