বিমান বিধ্বস্ত হয়ে নাইজেরিয়ার সেনাপ্রধান নিহত

আন্তজার্তিক ডেস্ক
সত্যবাণী

নাইজেরিয়া: নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত হয়ে দেশটির সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইব্রাহিম আত্তাহিরু নিহত হয়েছেন।শুক্রবার (২১ মে) বিকালে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ কাদুনায় এ দুর্ঘটনাটি ঘটে। এ দুর্ঘটনায় ইব্রাহিম আত্তাহিরুর সঙ্গে থাকা বাকি আরোহীও নিহত হয়েছেন।শনিবার এক প্রতিবেদনে রয়টার্স জানায়, সরকারি সফরে যাওয়ার পথে শুক্রবার কাদুনা বিমানবন্দরের পাশে ইব্রাহিম আত্তাহিরুকে বহনকারী বিমানটি বিধ্বস্ত হয়। তবে বিমানটিতে কতজন আরোহী ছিলেন তা জানা যায়নি।এক বিবৃতিতে নাইজেরীয় বিমান বাহিনী জানায়, সরকারি সফরে যাওয়ার পথে কাদুনা ইন্টারন্যাশনাল বিমানবন্দরের কাছাকাছি এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়। এতে সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইব্রাহিম আত্তাহিরুসহ বাকি আরোহী নিহত হয়েছেন। এ ঘটনার বিস্তারিত পরিবর্তীতে জানানো হবে।

উল্লেখ্য, গত জানুয়ারিতে নাইজেরিয়ার সেনাপ্রধানের দায়িত্ব নেন ইব্রাহিম আত্তাহিরু।এর আগে গত ২১ ফেব্রুয়ারি নাইজেরিয়ার রাজধানী আবুজার বিমানবন্দরের রানওয়েতে বিধ্বস্ত হয় সামরিক বাহিনীর একটি বিমান। মীনাগামী এই বিমানটি উড্ডয়নের পরপরই ইঞ্জিন বিকল হয়ে পড়ায় বিমানবন্দরে অবতরণের চেষ্টার সময় বিধ্বস্ত হয়। এতে ঘটনাস্থলেই বিমানের সাত আরোহী নিহত হন।

You might also like