বিয়ানীবাজারে ট্রাক-মোটর সাইকেল সংঘর্ষে তরুণ নিহত
চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী
সিলেট থেকেঃ সিলেট-বিয়ানীবাজার আঞ্চলিক মহাসড়কের কাকরদিয়াস্থ কুশিয়ারা ব্রিকফিল্ড এলাকায় ট্রাকের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী এক তরুণের মৃত্যু হয়েছে। এ সময় অপর মোটরসাইকেল আরোহী তরুণ আহত হয়।তার অবস্থাও আশংকাজনক। তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট পাঠানো হয়েছে।১০ জুলাই সোমবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। নিহত জাবের আহমদ (১৬) শেওলা ইউনিয়নের নেরাউদি গ্রামের নাজিম উদ্দিনের পুত্র। তিনি কাকরদিয়া তেরাদল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণী ছাত্র। এছাড়া আহত তরুণ দুবাগ ইউনিয়নের মেওয়া এলাকার নজরুল ইসলামের পুত্র আরিফুল ইসলাম।বিয়ানীবাজার থেকে সংবাদদাতা জানান, সিলেট-বিয়ানীবাজার আঞ্চলিক মহাসড়কের কাকরদিয়া কুশিয়ারা ব্রিকফিল্ড এলাকায় বিপরীতগামী মালবাহী ট্রাকের (মৌলভীবাজার-ড ১১-০৪৮৮) সামনের অংশের সাথে সরাসরি ধাক্কা খেয়ে ছিটকে পড়ে মোটরসাইকেল আরোহী ২ তরুণ। ঘটনাস্থলেই তরুণ জাবের আহমদের মৃত্যু হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তরুণ জাবের আহমদকে মৃত ঘোষণা করেন। আহত অপর তরুণের অবস্থাও আশংকাজনক। তার মাথা, বুক ও মুখসহ শরীরের বিভিন্নস্থানে আঘাত রয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।খবর পেয়ে বিয়ানীবাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল উদ্ধার এবং ট্রাকটি জব্দ করেছে। এ সময় সড়কে যানজট দেখা দেয়।এ বিষয়ে জানতে বিকেল ৩টায় জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) শ্যামল বণিকের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখতেছি।