বিয়ানীবাজারে ৬ জুয়াড়ি আটক
চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী
সিলেট থেকেঃ বিয়ানীবাজারের মাথিউরা এলাকা থেকে ৬ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। আটককালে তাদের কাছ থেকে নগদ ১০,২৬৪ টাকা, ৫ বান্ডিল তাস এবং জুয়া খেলায় ব্যবহৃত মালামাল জব্দ করা হয়।বিয়ানীবাজার থেকে সংবাদদাতা জানান, ২১ জুলাই শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিয়ানীবাজার থানার এসআই শাহ মোহাম্মদ হিমেল, পাবেল আহমদ ও নাজমুল ইসলাম মামুনের নেতৃত্বে একদল পুলিশ ইউনিয়নের আরেঙ্গাবাদ এলাকার আব্দুল করিমের বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় ঘরের বারান্দায় প্রকাশ্যে জুয়া খেলা অবস্থায় হাতেনাতে ৬ জনকে আটক করা হয়। আটকৃতরা হলো, বিয়ানীবাজার উপজেলার উলুউরি গ্রামের ছয়েফ আহমদ, গাংকুল গ্রামের কুতুব আলী, শানেশ্বর গ্রামের নাসির উদ্দিন, নন্দিশ্বর গ্রামের মারুফ আহমদ, বড়লেখা উপজেলার পাকশাইল গ্রামের জাবেদ হাসান, শানেশ্বর গ্রামের ভাড়াটিয়া বাসিন্দা খায়রুল ইসলাম।এ ঘটনায় বিয়ানীবাজার থানায় এসআই শাহ মোহাম্মদ হিমেল বাদী হয়ে সংশ্লিষ্ট আইনে ৭ জনকে আসামী করে মামলা দায়ের করেন। আসামীদের মধ্যে ৬ জনকে আটক করা হলেও বাড়ির মালিক মৃত হাসিব আলীর ছেলে আব্দুল করিম পালিয়ে যান।বিয়ানীবাজার থানার ওসি তাজুল ইসলাম বলেন, মাদক ও জুয়ার বিষয়ে পুলিশ জিরো টলারেন্স। থানায় এলাকা মাদক ও জুয়া মুক্ত রাখতে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে। তিনি মাদক ও জুয়ার বিষয়ে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহবান জানান।