বিশিষ্ট স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. (ক্যাপ্টেন) মো. আবদুল জলিলের ইন্তেকাল

নিউজ ডেস্ক
সত্যবাণী

লন্ডনঃ বিশিষ্ট স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা.(ক্যাপ্টেন) মো.আবদুল জলিল যুক্তরাষ্ট্রের টেক্সাসে নিজ বাসভবনে ১৯ আগস্ট ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ও ইন্নাইলাহি ওর রাজিউন)। বয়স হয়েছিল ৭৬ বছর। ডা.আবদুল জলিলের মরদেহ টেক্সাসে মুসলিম গোরস্তানে জানাজা শেষে দাফন করা হয়েছে।স্ত্রী আমিরুন নেসা শাহানা এক বছর আগে ইন্তেকাল করেছেন।একপুত্র আবদুল আজিজসহ চার ভাই,দুই বোন ও অসংখ্য আত্মীয়স্বজন-এবং বন্ধুবান্ধব রেখে গেছেন।তাঁর চার ভাই আবদুল গনি,আবদুল মতিন,আবদুল হামিদ ও আবদুল হেকিম এবং দুই বোন জাহানারা বেগম ও আমিনা বেগম ইংল্যা- বসবাস করেন।

আবদুল জলিল ১৯৪৪ সালের ২৬ মার্চ সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার শ্রীরামসি গ্রামে জন্মগ্রহণ করেন।পিতা মওলানা ইসকন্দর আলী ছিলেন শ্রীরামসি গ্রামে নিজ বাড়িতে পরিচালিত প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।তিনি পরবর্তীতে মীরপুর হাইস্কুল ও রায়কেলি হাইস্কুলের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন।ডা.আবদুল জলিল ১৯৬৮ সালে এমবিবিএস পাশ করে তৎকালিন পাকিস্তান সেনাবাহিনিতে মেডিক্যাল কোরে লাহোরে যোগদান করেন।১৯৭১ সালে মুক্তিযুদ্ধচলাকালে পাকিস্তানে আটক ছিলেন তিনি।যুদ্ধ শেষে বন্দী বিনিময়ে বাংলাদেশে ফিরেন সেনাবাহিনিতে যোগ দেন। এরপর ইংল্যান্ড -উচ্চশিক্ষা গ্রহণ করে সিলেট ওসমানি মেডিক্যাল কলেজে গাইনি বিভাগে শিক্ষক পদে যোগ দেন।অবশেষে চাকরি থেকে স্বেচ্ছাবসর নিয়ে সৌদি আরব, ইরান এবং সব শেষে মার্কিন যুক্তরাষ্ট্রে স্থায়ী হন।শ্রীরামসি ছাড়াও সিলেট শহরের বাগবাড়িতে তাদের পারিবারিক বাড়ি রয়েছে।

You might also like