বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিল দল ঘোষণা
নিউজডেস্ক
সত্যবাণী
স্পোর্টসডেস্কঃ লাতিন আমেরিকার দেশগুলোর ২০২২ বিশ্বকাপ বাছাইপর্ব আগামী মাসে (অক্টোবর) শুরু হতে যাচ্ছে।এই বাছাইপর্ব গত মার্চ মাসে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে করোনা মহামারীতে তা স্থগিত হয়ে যায়।অবশেষে নির্ধারিত সময় পেরিয়ে দীর্ঘ ৭ মাস পর অক্টোবরের ৮ তারিখ থেকে মাঠে গড়াচ্ছে বিশ্বকাপ বাছাইপর্ব।বিশ্বকাপের মূল পর্বের টিকিটের লড়াইয়ে এদিন বলিভিয়ার বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল।আগামী ১৩ অক্টোবর পেরুর বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে নেইমারের দল।এই দুই ম্যাচের জন্য গত ১৮ সেপ্টেম্বর ২৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন ব্রাজিল কোচ তিতে।স্কোয়াডে ফিরেছেন প্রথম পছন্দের গোলরক্ষক অ্যালিসন বেকার এবং রিয়াল মাদ্রিদের হয়ে মাঠ কাঁপানো রদ্রিগোকে।
এক নজরে বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিল দল
গোলরক্ষক: অ্যালিসন বেকার (লিভারপুল), ওয়েভারটন (পালমেইরাস), সান্তোস (ক্লাব অ্যাথলেটিকো)
ডিফেন্ডার: দানিলো (জুভেন্টাস), গাব্রিয়েল মেনিনো (পালমেইরাস), রেনান লোদি (অ্যাটলেটিকো মাদ্রিদ), অ্যালেক্স তেলেস (পোর্তো), থিয়াগো সিলভা (চেলসি), মার্কিনহুইস (পিএসজি), ফেলিপে (অ্যাটলেটিকো মাদ্রিদ), রদ্রিগো কাইয়ো (ফ্ল্যামিঙ্গো)
মিডফিল্ডার: কাসেমিরো (রিয়াল মাদ্রিদ), ফাবিনহো (লিভারপুল), ব্রুনো গিমারেজ (লিওন), ডগলাস লুইজ (অ্যাস্টন ভিলা), এভারটন রিবেইরো (ফ্ল্যামিঙ্গো), ফিলিপে কৌতিনিহো (বার্সেলোনা)
ফরোয়ার্ড: নেইমার (পিএসজি), এভারটন (বেনফিকা), গ্যাব্রিয়েল হেসুস (ম্যানচেস্টার সিটি), রদ্রিগো (রিয়াল মাদ্রিদ), রবার্তো ফিরমিনো (লিভারপুল) এবং রিচার্লিসন (এভারটন)।