বিশ্বনাথে উদ্বোধনের ৪ বছরের নতুন ভবনে পায়নি প্রশাসনিক অনুমোদন

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ উদ্বোধনের দীর্ঘ ৪ বছর অতিবাহিত হলেও প্রশাসনিক অনুমোদন পায়নি ৩১ থেকে ৫০ শয্যায় উত্তীর্ণ সিলেটের বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবন। গত ২০১৮ সালের ১৮ অক্টোবর নতুন ৩ তলা ভবনের উদ্বোধন করেন তৎকালীন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এমপি।বিশ্বনাথ থেকে সংবাদদাতা জানান, এরপূর্বে ২০১৮ সালের ৩০ জানুয়ারি হাসপাতালটি ৩১শয্যা হতে ৫০ শয্যায় উন্নীতকরণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নতুন এই ভবনটির নীচতলায় রয়েছে টিকেট কাউন্টার, বহির্বিভাগ, এএনসি-পিএসি কর্ণার, জরায়ুমুখ ও ব্রেস্ট ক্যান্সার পরীক্ষা কেন্দ্র এবং আইএমসিআই কর্ণার।২য় তলায় অপারেশন থিয়েটার, নরমাল ডেলিভারী রুম, রিকভারি রুম ও একলাম্পশিয়া রুম। আর ৩য় তলায় রয়েছে ১টি কনফারেন্স রুম, ৪টি কেবিন ইউনিট ও ১টি সাধারণ ওয়ার্ডসহ বিভিন্ন স্বাস্থ্যসেবার প্রয়োজনীয় ব্যবস্থা। কিন্তু দুঃখজনক হলেও সত্য এই ৩ তলা ভবনটি উদ্বোধনের দীর্ঘ ৪টি বছর পেরিয়ে গেলেও আজ পর্যন্ত প্রশাসনিক অনুমোদন পায়নি।অনুমোদন তো দূরের কথা, প্রশাসনিক এই অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে কেউ একটি আবেদনও করেনি। হাসপাতালটি ৩১ শয্যা হতে ৫০ শয্যায় উন্নীতকরণের পর অনুমোদন না হওয়ায় জনবলও নিয়োগ হচ্ছেনা। ফলে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন উপজেলার হাজার হাজার জনসাধারণ। শুধু তাই নয়, নির্মাণের ৪ বছরে নতুন ভবনের বিভিন্ন স্থানে ফাটলও ধরেছে।জানতে চাইলে নবনিযুক্ত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. দেলোয়ার হোসেন সুমন বলেন, হাসপাতালটি ৪ বছর পূর্বে ৩১ শয্যা হতে ৫০ শয্যায় উন্নীতকরণ কাজ শেষে উদ্বোধন করা হয়েছে। কিন্তু ভবনটি প্রশাসনিকভাবে অনুমোদনের জন্য কোনো আবেদনই করা হয়নি। তিনি যোগদানের পর চলতি বছরের জানুয়ারি মাসে অনুমোদনের জন্য আবেদন করেছেন। অনুমোদন পাওয়ার পর তিনি লোকবল নিয়োগের জন্য মন্ত্রণালয়ে আবেদন করবেন।এছাড়াও তিনি যোগদান করে দেখতে পান দীর্ঘদিন ধরে ছিলনা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির কার্যক্রম। বিকল ছিল এক্সরে মেশিনসহ প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রি। এসব মেশিন চালু করার পাশাপাশি স্বাস্থ্য কমপ্লেক্সে চালু করেছেন ইসিজি কক্ষ, এক্সরে কক্ষ, আল্ট্রাসনো কক্ষ, এনসিডি কক্ষ, জিন এক্সপার্ট (যক্ষা রোগের) কক্ষ, হোমিওপ্যাথি কক্ষ’সহ অনেক প্রয়োজনীয় স্বাস্থ্য ব্যবস্থা। বর্তমানে প্রতিদিনই ২০/৩০জন রোগী ভর্তি হয়ে সেবা পাচ্ছেন বলে জানান।

You might also like