বিশ্বনাথে মাদ্রাসা কর্তৃপক্ষের জবরদস্তিতে রাস্তার কাজ বন্ধের প্রতিবাদে মানববন্ধন
চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী
সিলেট থেকেঃ সিলেটের বিশ্বনাথ উপজেলা সদরে মাদানিয়া মাদ্রাসার সামনে সড়ক ও জনপথের ভূমির উপর দিয়ে পৌরসভার বরাদ্দ থেকে নতুন রাস্তা নির্মাণকাজ বন্ধের প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। ২২ মে সোমবার বিকেলে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। গত শুক্রবার বিকেলে এই নির্মাণাধীন রাস্তার কাজ জবরদস্তিমুলক বন্ধ করে দেন মাদানিয়া মাদ্রাসা কর্তৃপক্ষ। এর জের ধরে পৌর শহরের ক্ষুব্দ জনতা মাদানিয়া মাদ্রাসার সামনে ও নির্মীয়মান রাস্তার উপর ওই মানববন্ধনের আয়োজন করেন। বিশ্বনাথ থেকে সংবাদদাতা জানান, রাস্তা নির্মাণে মাদ্রাসা কর্তৃপক্ষের জবরদস্তিমুলক অহেতুক বাঁধা, মাদ্রাসা কর্তৃপক্ষ কর্তৃক ফুটপাতে অবৈধ ভাসমান দোকান বসিয়ে চাঁদাবাজি ও ফুটপাত দখলমুক্ত করার দাবিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বলে ব্যানারে উল্লেখ ছিল।মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, সড়ক ও জনপথের ভূমির উপর জনস্বার্থে রাস্তা নির্মাণে বাঁধা দিয়ে কোনো লাভ হবেনা। জনগণ চাইলে এখানে রাস্তার কাজ হবে। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ফজর আলীর সভাপতিত্বে ও প্যানেল মেয়র রফিক হাসানের পরিচালনায় পৌরবাসীর ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, সাবেক মেম্বার আব্দুস শহীদ, ব্যবসায়ী ওয়ারিছ খান, শ্রমিক নেতা ময়না মিয়া, ইংরেজ আলী, আ’লীগ নেতা আব্দুল মতিন, শাহাজাহান সিরাজ প্রমুখ।