বিশ্বনাথে রাইস ট্রান্সপ্লান্টার মেশিন দিয়ে ধান রোপনের উদ্বোধন
সত্যবাণী
সিলেট অফিসঃ সিলেটের বিশ্বনাথে হাইব্রিড বোরো ধানের সমলয় চাষাবাদে ৫০ একরের ব্লক প্রদর্শনীতে রাইস ট্রান্সপ্লান্টার মেশিন দিয়ে ধানের চারা রোপনের উদ্বোধন করেছেন সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান।
বিশ্বনাথ থেকে সংবাদদাতা জানান, ২৩ জানুয়ারি মঙ্গলবার বিকেলে ২০২৩-২০২৪ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার লামাকাজী ইউনিয়নের পরগণা বাজারে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ধানের চারা রোপনের উদ্বোধন করা হয়। এ উপলক্ষ্যে আলোচনা সভাও অনুষ্ঠিত হয়েছে।
ইউএনও শাহিনা আক্তারের সভাপতিত্বে ও অতিরিক্ত উপজেলা কৃষি কর্মকর্তা সজীব সরকারের পরিচালনায় সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান। বিশেষ অতিথি ছিলেন সিলেট খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লা, বিশ্বনাথ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সম্রাট হোসেন, লামাকাজী ইউপি চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়।