বিশ্বনাথে ৪০ বছর ধরে সাঁকো দিয়ে রাস্তা পারাপার

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ সিলেটের বিশ্বনাথ উপজেলায় রাস্তার কারণে অবহেলিত একটি গ্রামের নাম হচ্ছে তবলপুর। এটি উপজেলার খাজাঞ্চি ইউনিয়নে অবস্থিত। গ্রামে গেলে মনে হয় এটি যেনো নিরেট ভাটি অঞ্চলের অনুন্নত অন্য কোনো এলাকা।বিশ্বনাথ থেকে সংবাদদাতা জানান, ওই গ্রামের দক্ষিণ দিকে রয়েছে মুফতির বাজার থেকে ছৈফাগঞ্জ পর্যন্ত একটি ইটসলিং সড়ক। আর ওই সড়ক থেকে তবলপুর গ্রামের ভেতর দিয়ে রয়েছে একটি মাটির রাস্তা। ওই রাস্তা দিয়ে প্রতিদিন গ্রামের শত শত মানুষ চলাচল করে। এছাড়াও প্রতিদিন এই রাস্তা দিয়ে গ্রামের কোমলমতি শিক্ষার্থীরা স্কুল, কলেজ ও মসজিদের মক্তবে লেখাপড়া করতে যায়। কিন্তু বিগত প্রায় ৪০টি বছর ধরে রাস্তার জন্য অবহেলিত হয়ে রয়েছেন গ্রামবাসী। দীর্ঘ এই ৪০ বছরে রাস্তার উপর একছিটে মাটি দেয়ার মতো কোনো জনপ্রতিনিধি এগিয়ে আসেননি।

কিন্তু নির্বাচন এলেই তাদের কদর বাড়ে। তাই কালের গর্ভে ও গত বছরের ভয়াবহ বন্যায় প্রায় বিলীন হয়ে পড়েছে গ্রামের একমাত্র রাস্তাটি। মাটি না থাকায় ওই রাস্তার উপর বাঁশের সাঁকো দিয়ে চলাচল করতে হচ্ছে গ্রামের লোকজনকে। ফলে নামাজে যেতেও মুসল্লিদের দুর্ভোগ পোহাতে হয়।গ্রামের বাসিন্দা আফরোজ আলী (৫০), হাজী আরশ আলী লাক্ষই (৫৯), তাহির আলী (৪৯), সমশেদ আলী (৪২) ও আনোয়ার আলী গেদা মিয়া (৩২) জানান, দীর্ঘ প্রায় ৪০ বছর ধরে তারা এভাবেই সাঁকো দিয়ে রাস্তা পারাপার হচ্ছেন। কিন্তু তাদের গ্রামের এই রাস্তাটি সংস্কারে এগিয়ে আসেননি কোনো জনপ্রতিনিধি। সম্প্রতি উপজেলা পরিষদ থেকে ১৫০ফুট সড়ক সিসি ঢালাইয়ের কাজ দেয়া হয়। কিন্তু জনগণের কথা বিবেচনা না করে এই ঢালাই কাজটি ইটসলিং রাস্তা থেকে মাত্র ২০/২১ফুট ঢালাই করে গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা আলকাছ আলীর বাড়ির উঠোন ঢালাই করে দেয়া হয়েছে বলে অভিযোগ করেন।জানতে চাইলে স্থানীয় চেয়ারম্যান আরশ আলী গণি বলেন, গ্রামের পক্ষ থেকে আবেদন করা হলে তিনি বিষয়টি বিবেচনা করে দেখবেন বলে জানান।

You might also like