বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কের গর্ত ভরাট করে প্রশংসিত সেনা সদস্যরা

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ সিলেটের বিশ্বনাথ-জগন্নাথপুর সড়ক সংস্কার কাজে ধীরগতির কারণে চরম ভোগান্তির শিকার হচ্ছেন জনসাধারণ। প্রায় আড়াই বছরেও মাত্র ১৩ কিলোমিটার সড়ক সংস্কার কাজ শেষ করতে পারেনি ঠিকাদার। বেশ কয়েকমাস ধরে পীরেরবাজারের পূর্ব থেকে মিয়ারবাজারের পশ্চিম আটঘর পর্যন্ত খুঁড়ে রাখা হয়েছে। আর খোঁড়াস্থানে প্রতিনিয়তই যানবাহন আটকে ভোগান্তির শিকার হচ্ছেন জনসাধারণ।সাম্প্রতিক বন্যায় মানুষকে উদ্ধার ও খাবার বিতরণে ময়নাগঞ্জ বাজারের শেখ মহল কমিউনিটি সেন্টারে অবস্থান করছেন বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম। তাদের চোখের সামনে সড়কের গর্তে যানবাহন আটকা পড়লে ঠেলে তুলে দেন। এছাড়াও মানুষের দূর্ভোগ দেখে সেনা সদস্যরা নিজেদের গাড়ি দিয়ে এসব গর্তে কাটাপাথর, ইটের খোঁয়া ও বালু ভরাট করে যানবাহন চলাচলের উপযোগী করে দিচ্ছেন। গত কয়েকদিন থেকে সেনা সদস্যদের এমন মানবিক কাজ দেখে অনেকেই প্রশংসা করে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন।রোববার সড়কে সেনা সদস্যদের কাজ দেখে তাদেরকে নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন সাবেক এমপি ও জেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী। তিনি সেনা সদস্যদের প্রসংশার পাশাপাশি ঠিকাদারের প্রতি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা প্রকৌশলী আবু সাইদ জানান, খুব শিগগিরই রাস্তার কাজ শেষ করার চেষ্টা করবেন।

You might also like