বিশ্বনাথ পৌরসভা নির্বাচন: সুবিধাজনক অবস্থায় আ’লীগ মনোনীত মেয়র প্রার্থী

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ সিলেটের বিশ্বনাথ পৌরসভা নির্বাচনের আর মাত্র ১ দিন বাকি। ২ নভেম্বর বুধবার নবগঠিত এই পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। ৩১ অক্টোবর সোমবার রাত ১২টার পর থেকে প্রচার-প্রচারণা বন্ধ হয়ে গেছে। তবে শেষপর্যায়ে এই নির্বাচনে অনেকটা সুবিধাজনক অবস্থানে রয়েছেন আ’লীগ মনোনীত একক নৌকার প্রার্থী। শেষ সময়ে নৌকার পক্ষে সকল দ্বিধাদ্বন্ধ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে অনেকটা নিরবে মাঠে নেমেছেন কর্মী-সমর্থকরা।কোন্দলে অগোছালো বিএনপি ঘরানার ৩ জন স্বতন্ত্র মেয়র প্রার্থী নিয়ে অনেকটা বিপাকে রয়েছেন বিএনপি’র নেতা-কর্মীরা। মূলতঃ বড় এ দ’ুটি দল নিয়েই ভোটারদের মধ্যে চলছে হিসাব-নিকাশ। প্রথম পৌরসভার এই নির্বাচনে মেয়র পদে মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বদ্ধীতা করছেন। তারা হচ্ছেন আ’লীগ মনোনীত প্রার্থী উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ (নৌকা), স্বতন্ত্র প্রার্থীরা হচ্ছেন মুহিবুর রহমান (জগ), উপজেলা বিএনপির সভাপতির পদ থেকে পদত্যাগকারি জালাল উদ্দিন (হ্যাঙ্গার), যুক্তরাজ্য বিএনপি নেতা মুমিন খান মুন্না (মোবাইল), যুক্তরাজ্য বিএনপি নেতা সফিক উদ্দিন (নারিকেলগাছ), উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক শিব্বির আহমদ (খেজুরগাছ) ও উপজেলা আল ইসলাহ’র সভাপতি ফয়জুল ইসলাম (চামচ)।
এসব প্রার্থীদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী মুহিবুর রহমানের পক্ষে-বিপক্ষে আলোচনা-সমালোচনা থাকলেও ভোটাররা আ’লীগ সমর্থিত একক প্রার্থী ও বিএনপি’র ঘরানার তিনজন প্রার্থীকে নিয়েই মূল হিসাব-নিকাশ করছেন। আ’লীগের একক প্রার্থী থাকায় তিনি অনেকটা সুবিধাজনক অবস্থানে রয়েছেন বলে অনেকেই ধারণা করছেন। তবে নবগঠিত এই পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রথম নাম লেখাতে সকল প্রার্থীই বিজয়ী হবেন বলে আশাবাদী রয়েছেন।

You might also like