বিশ্বনাথ পৌরসভা নির্বাচনে মেয়র নিয়ে জল্পনা-কল্পনা

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ পৌরসভা গঠনের পর এই প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে নির্বাচন। ২ নভেম্বর বুধবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হবে। এ ভোটকে ঘিরে বিশ্বনাথ পৌরসভাজুড়ে বইছে উৎসবের আমেজ। প্রচার যুদ্ধ শেষ হয়েছে সোমবার রাতেই। গতকাল ছিল নানা জল্পনা-কল্পনা। বিশেষ করে প্রথমবার পৌর মেয়রের চেয়ারে কে বসছেন, এ নিয়ে চলছে চুলচেরা হিসাব নিকাশ এবং নানা বিচার বিশ্লেষণ। সবার মুখে এক কথা কে হচ্ছেন বিশ্বনাথ পৌরসভার প্রথম মেয়র। আলোচনার কেন্দ্রে রয়েছে এই ইস্যু। ভোট হবে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে সংক্ষেপে ইভিএম।নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্ধিতা করছেন আ’লীগ মনোনীত প্রার্থী মো. ফারুক আহমদ (নৌকা), স্বতন্ত্র প্রার্থী, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মুহিবুর রহমান (জগ), উপজেলা বিএনপি থেকে পদত্যাগী সভাপতি জালাল উদ্দিন (হ্যাঙ্গার ), যুক্তরাজ্যের নিউহ্যাম বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মুমিন খান মুন্না (মোবাইল ফোন), উপজেলা আল-ইসলাহ নেতা মো. ফয়জুল ইসলাম (চামচ), জমিয়তে উলামায়ে ইসলামের মাওলানা শিব্বির আহমদ (খেজুরগাছ) ও যুক্তরাজ্য বিএনপি নেতা সফিক উদ্দিন (নারকেল গাছ)।এছাড়াও ৫৯ জন সাধারণ কাউন্সিলর ও ১৩ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী নির্বাচিত হতে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। সাধারণ ভোটারদের প্রত্যাশা, বিশ্বনাথে এমন একজন মেয়র নির্বাচিত হবেন, যিনি নবগঠিত পৌরসভাকে একটা মডেল পৌরসভায় রূপ দেবেন।নির্বাচনের রিটার্নিং অফিসার ও মৌলভীবাজার জেলা নির্বাচন কর্মকর্তা মো. আলমগীর হোসেন জানিয়েছেন, সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্নের জন্য সব ধরণের প্রস্তুতি সম্পন্ন।

You might also like