বিশ্বম্ভরপুরের ৭শতাধিক মাস্ক বিতরণ করেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মিলন খান
শামীম আহমদ তালুকদার
সত্যবাণী
সুনামগঞ্জ থেকেঃ সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ই্উনিয়ন পরিষদের আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য আওয়ামীলীগের নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী ও বিশ্বম্ভরপুর উপজেলা কৃষকলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক ও প্রবাসী দানশীল মোঃ মিলন খান ৭ শতাধিক অসহায় ও নিম্নে আয়ের মানুষজনের মধ্যে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী মাস্ক বিতরণ করেছেন।শুক্রবার বিকেলে তার নিজস্ব উদ্যোগে উপজেলার ধনপুর ইউনিয়নের কাটাখালী বাজারের বিভিন্নস্থানে এই মাস্ক বিতরন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন বিশ্বম্ভরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বেনজির আহমদ মানিক ও সংবাদকর্মী মোঃ মোস্তাফিজুর রহমান বাবু সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা।
মনোনয়ন প্রত্যাশী মোঃ মিলন খান বলেছেন,আজ এই প্রাণঘাতী মহামারী করোনা ভাইরাসের কারনে বিশ্ববাসী দিশেহারা হয়ে পড়েছেন। আর এর প্রভাব আমাদের বাংলাদেশের প্রতিটি জেলায় ছড়িয়ে পড়ায় বিপুল সংখ্যক জনগোষ্ঠি কর্মহীন হয়ে পড়েছেন। তারা সরকারের নির্দেশনা মেনে ঘরের বাহিরে যেতে না পারলেও স্বাধীন বাংলার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য উত্তরসূরী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ঘরে ঘরে খাদ্য সহায়তা নিয়মিত পৌছে দেয়া হচ্ছে।তিনি বঙ্গবন্ধু ও শেখ হাসিনার একজন আর্দশের সৈনিক হিসেবে সাধ্যমতো অসহায় মানুষজনের পাশে থেকে তাদের সহায়তা অব্যাহত রেখেছেন।তিনি সবাইকে সরকার ও প্রশাসনের নির্দেশনা মেনে কোন জরুরী প্রয়োজন ছাড়া ঘরের বাহির না হওয়ার পরামর্শ দেন।তিনি মনে করেন এই ভাইরাসের এখনো কোন মেডিসিন আবিস্কার না হওয়ায় নিজে নিরাপদে থাকলে তার পরিবারের সদস্যরা নিরাপদে থাকবেন এবং দেশের মানুষ নিরাপদে থাকলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ বিশ্বে একটি উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।