বিশ্বম্ভরপুরে পানিতে ডুবে দুই সহোদর নিখোঁজ, ডুবুরি দল অভিযান

শামীম আহমদ তালুকদার
সত্যবাণী

সুনামগঞ্জ থেকেঃ সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার মিয়ারচরে পানিতে ডুবে দুই ভাই নিখোঁজ রয়েছে।আজ মঙ্গলবার (২৯ জুন) বিকেলে নিখোঁজ হয় মেরাজুল ইসলাম ও খাইরুল ইসলামপরে তাদের অভিভাবকরা অনেক খোঁজাখুজি করেও তাদের সন্ধান পাননি।আজ বুধবার (৩০ জুন) বিকেল তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।স্থানীয়রা জানান,উপজেলার বাদাঘাট দক্ষিণ ইউনিয়নের মিচারচর গ্রামের বাসিন্দা সবজি ব্যবসায়ী মুস্তফা মিয়ার ছেলে মেরাজুল ইসলাম (১২) ও খাইরুল ইসলাম (৭)।মুস্তাফা মিয়া তার দুই ছেলেকে নিয়ে বাজারে যান।পরে ছোট ছেলে খাইরুল ইসলাম বাবার কাছ থেকে নদীর পাড়ে গেলে ফিরতে দেরি করায় তার বড় ভাই মেরাজুল ইসলাম খাইরুলকে খুঁজতে গিয়ে সেও আর ফিরে আসেনি। পরে গতকাল মঙ্গলবার থেকে এ পর্যন্ত অনেক খোঁজাখুজি করেও তাদের কোনো সন্ধান পায়নি পরিবার।

বুধবার সকালে তারা স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে থানায় অভিযোগ জানান।সুনামগঞ্জে মূষল ধারে বৃষ্টি হওয়ার ফলে হাওরের পানি বেড়ে চারিদিকে প্লাবিত হয়েছে।তাই সন্দেহ করা হচ্ছে বাজারের পাশের নদীতেই ডুবে গেছে দুই ভাই।ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ওই স্থানে উদ্ধার তৎপরতা চালালেও এ রিপোর্ট লিখা পর্যন্ত অভিযান চলছে বলে জানা যায়।এ বিষয়ে বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন জানান, আমাকে স্থানীয় চেয়ারম্যান ও ইউএনও সাহেব বিষয়টি জানিয়েছেন,পরে আমরা ফোর্স পাঠিয়েছি ঘটনাস্থলে।ফায়ার সার্ভিসের মাধ্যমে উদ্ধার কাজ চলছে।বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.সাদিউর রহিম জাদিদ বলেন,আমরা ঘটনাস্থলে আছি। ডুবুরিদের সাহায্যে শিশুদের উদ্ধারের চেষ্টা চলছে।

You might also like