বিশ্বম্ভরপুরে ভারতীয় চিনি  ও শাড়িসহ আটক ২

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় ভারতীয় চিনি ও শাড়িসহ ২ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। ২২ মে সোমবার দিনগত রাত ২টায় জেলার বিশ্বম্ভরপুর থানার ধনপুর ইউনিয়নের মধ্যনগর গ্রামে আটক আসামী আলাল হোসেন খানের ঘরের ভিতর থেকে এসব মালামাল জব্দ করা হয়।বিশ্বম্ভরপুর থেকে সংবাদদাতা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশ্বম্ভরপুর থানার পুলিশ ধনপুর ইউনিয়নের মধ্যনগর গ্রামে অভিযান চালিয়ে মধ্যনগর উপজেলার মৃত আবুল হোসেন খানের পুত্র আলাল হোসেন খান (৪৩) ও জামাল হোসেন খানের পুত্র আফজাল হোসেন খান (২৩) কে আটক করে। এ সময় ৫০ কেজির ৬৮ বস্তায় মোট ৩ হাজার ৪শ কেজি ভারতীয় চিনি ও ৬৮ পিস ভারতীয় শাড়ি জব্দ করা হয়।জব্দকৃত ভারতীয় চিনির আনুমানিক বাজার মূল্য ৪ লাখ ৭৬ হাজার টাকা ও ভারতীয় শাড়ির আনুমানিক বাজার মূল্য ১ লাখ ২ হাজার টাকা।জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা নন্দন কান্তি ধর জানান, জব্দকৃত মালামালসহ আটক ২ জনের বিরুদ্ধে বিশ্বম্ভরপুর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

You might also like