বিশ্বম্ভরপুরে ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্রে’র উদ্বোধন করলেন পীর মিসবাহ এমপি

শামীম আহমদ তালুকদার
সত্যবাণী

সুনামগঞ্জ থেকেঃ সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সকে ৩১ শয্যা হতে ৫০ শয্যা উন্নীতকরণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য প্রকৌশল অধিদফতর, স্বাস্থ্য ও কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে ১৪ কোটি ৩১ লক্ষ টাকা ব্যায়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই স্বাস্থ্য কমপ্লেক্সটির উদ্বোধন করেন জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ ও সুনামগঞ্জ ৪ আসনের সাংসদ সদস্য অ্যাড.পীর ফজলুর রহমান মিসবাহ এমপি।

উদ্বোধন শেষে স্বাস্থ্য কমপ্লেক্সটি পরিদর্শন করে পীর মিসবাহ এমপি বলেন, সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে যাতে কেউ চিকিৎসা বঞ্চিত না সে জন্য এই উপজেলার ৩১ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা রুপে উন্নীতকরণ করা হয়েছে।এসময় উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডাঃআশরাফুল হক, বিশ্বম্ভরপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স’র আবাসিক মেডিকেল অফিসার এ.বি.এম.ওসমান হায়দায়, বিশ্বম্ভরপুর উপজেলার স্বাস্থ্য প্রকৌশল অধিদফতর নির্বাহী প্রকৌশলী মো.শফিকুর রহমান, বিশ্বম্ভরপুর উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মো.আব্দুল কাদির, আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম তালুকদার, ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুখ আহমদ, সাবেক ইউপি চেয়ারম্যান এরশাদ আহমেদ প্রমুখ।

You might also like